
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ

অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে : রাষ্ট্রপতি

বিশ্ব মেরিটাইম দিবসের সাফল্য কামনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ

‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মানবতা কোথায় ছিল’

ভোক্তা অধিদপ্তরের তদারকি: বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকল্পের কাজ দ্রুত করার ও ব্যয় কমানোর নির্দেশ

প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে এবং ব্যয় আরও কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, অবশ্যই প্রয়োজনীয় ব্যয় করতে হবে। এটা বন্ধ করা যাবে না। তবে ব্যয়ের বিষয়ে সচেতন হতে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সভায় সবধরনের ব্যয়ের বিষয়ে সাশ্রয়ী হতে বলেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী এ সময় উৎপাদন বাড়াতে বলেছেন। শেখ হাসিনা বলেন, যে যেখানে আছে- তাদের সবাইকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। গ্রামে-এলাকার জমিতে উৎপাদন বাড়াতে উৎসাহিত করতে বলেছেন
তিনি। একনেক সভায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ইতিবাচক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে সরকারের প্রকল্প বাস্তবায়ন, মূল্যায়ন ও মনিটরিং বিভাগ বা আএমইডি। দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রতিবেদনটির প্রশংসা করেছেন। পরে এটি গণমাধ্যমে প্রদান করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। এদিকে প্রায় দুই মাস পর অনুষ্ঠিত একনেক বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এটিতে দেশের অর্থনীতির চালচিত্র ছিল বলে জানান পরিকল্পনামন্ত্রী। এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের অর্থনীতি খুব খারাপ নয়। এক্ষেত্রে রিজার্ভ গত ১১ জানুয়ারি পর্যন্ত ৩২ বিলিয়ন ডলার ছিল। সেটি স্থিতিশীল আছে। তিনি বলেন, রপ্তানি থেকে চলতি অর্থবছরের জুলাই থেকে
ডিসেম্বর পর্যন্ত এসেছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয় বেড়েছে ২ বিলিয়ন ডলার। এছাড়া এ অর্থবছর ১০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছর একই সময়ে যা ছিল ১০ দশমিক ২৯ বিলিয়ন ডলার। দেশে মূল্যস্ফীতি কমেছে। সবচেয়ে বড় কথা হলো বিশ্বমন্দার ঢেউ বাংলাদেশে লাগবে না। উল্লেখ্য, চলতি অর্থবছরের অষ্টম একনেক সভাটি দীর্ঘ সময় পর্যন্ত চলেছে। সাধারণত সাড়ে ১২টার দিকে এ বৈঠক শেষ হলেও এদিন ২টা নাগাদ বৈঠক চলেছে। এতে প্রকল্পের বাইরেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তিনি। একনেক সভায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ইতিবাচক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে সরকারের প্রকল্প বাস্তবায়ন, মূল্যায়ন ও মনিটরিং বিভাগ বা আএমইডি। দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রতিবেদনটির প্রশংসা করেছেন। পরে এটি গণমাধ্যমে প্রদান করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। এদিকে প্রায় দুই মাস পর অনুষ্ঠিত একনেক বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এটিতে দেশের অর্থনীতির চালচিত্র ছিল বলে জানান পরিকল্পনামন্ত্রী। এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের অর্থনীতি খুব খারাপ নয়। এক্ষেত্রে রিজার্ভ গত ১১ জানুয়ারি পর্যন্ত ৩২ বিলিয়ন ডলার ছিল। সেটি স্থিতিশীল আছে। তিনি বলেন, রপ্তানি থেকে চলতি অর্থবছরের জুলাই থেকে
ডিসেম্বর পর্যন্ত এসেছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয় বেড়েছে ২ বিলিয়ন ডলার। এছাড়া এ অর্থবছর ১০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছর একই সময়ে যা ছিল ১০ দশমিক ২৯ বিলিয়ন ডলার। দেশে মূল্যস্ফীতি কমেছে। সবচেয়ে বড় কথা হলো বিশ্বমন্দার ঢেউ বাংলাদেশে লাগবে না। উল্লেখ্য, চলতি অর্থবছরের অষ্টম একনেক সভাটি দীর্ঘ সময় পর্যন্ত চলেছে। সাধারণত সাড়ে ১২টার দিকে এ বৈঠক শেষ হলেও এদিন ২টা নাগাদ বৈঠক চলেছে। এতে প্রকল্পের বাইরেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।