পুলিশ সপ্তাহ সমাপ্ত: এ বাহিনী যথার্থই জনগণের বন্ধু হয়ে উঠুক

পুলিশ সপ্তাহ সমাপ্ত: এ বাহিনী যথার্থই জনগণের বন্ধু হয়ে উঠুক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৪
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’-এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ জানুয়ারি শুরু হওয়া পুলিশ সপ্তাহ শেষ হয়েছে। উল্লেখ্য, রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এ বাহিনীকে সময়োপযোগী হিসাবে গড়ে তুলতে বেশকিছু কাঠামোগত পরিবর্তনসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে। যৌক্তিক বিবেচনায় এসব দাবি পূরণে কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলেই আমাদের বিশ্বাস। দুঃখজনক হলেও সত্য, পুলিশ বাহিনী সম্পর্কে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে দায়িত্ব পালন করার কথা থাকলেও অনেক সময় পুলিশ নিজেই জড়িয়ে পড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। বিপদে-আপদে যেখানে মানুষের সবচেয়ে বেশি নির্ভর করার কথা পুলিশের ওপর; দেখা যায়-অনেক ক্ষেত্রে নিজেদের আচার-ব্যবহার ও কার্যকলাপের মাধ্যমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে পুলিশ। অবস্থাদৃষ্টে মনে হয়, আমাদের পুলিশ বাহিনী যেন ব্রিটিশ আমলে প্রণীত ১৮৬১ সালের পুলিশ আইনের উত্তরাধিকার বহন করে চলেছে। ব্রিটিশ শাসকরা ওই নিবর্তনমূলক আইন প্রণয়ন করেছিল পরাধীন জনগণের স্বাধীনতার স্পৃহাকে দমিয়ে রেখে নির্বিঘ্নে শাসনকাজ পরিচালনার উদ্দেশ্যে। কিন্তু আজকের দিনের বাস্তবতা ভিন্ন; কারণ, দেশ আজ স্বাধীন। তাই পুলিশকে পুরোনো চিন্তাধারা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলের পাশাপাশি জঙ্গিবাদ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোয় করোনা সংক্রমণ রোধে নিরলসভাবে দায়িত্ব পালনের পাশাপাশি আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তবে পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। এ ব্যাপারে সরকারেরও করণীয় রয়েছে। পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পেতে হলে এ বাহিনীর ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা প্রয়োজন। অস্বীকার করা যাবে না-পুলিশ বাহিনীর নানা সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত যানবাহন নেই তাদের। অনেক ক্ষেত্রে লোকবলেরও সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানেরও উদ্যোগ নিতে হবে। আমরা চাই, পুলিশ যথার্থই জনগণের বন্ধু হয়ে উঠুক। সরকারের সদিচ্ছা ও পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে তা সম্ভব হতে পারে বলে মনে করি আমরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা