পাম অয়েলের দাম এক দিনেই বাড়ল লিটারে তিন টাকা – U.S. Bangla News




পাম অয়েলের দাম এক দিনেই বাড়ল লিটারে তিন টাকা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৩ | ৯:০০
হঠাৎ করে দাম বেড়েছে পাম অয়েলের। দুই দিনের ব্যবধানে ভোজ্যতেলটির দাম বেড়েছে লিটারে ৩ টাকা। ব্যবসায়ীদের দাবি, ইন্দোনেশিয়ার রপ্তানিতে কড়াকড়ি আরোপের খবর ও সাম্প্রতিক লোকসান সমন্বয় করার কারণে দাম বেড়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, তেজকুনিপাড়া ও মহাখালী কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাম অয়েল লিটার বিক্রি হচ্ছে ১২৩ থেকে ১৩০ টাকা দরে। যা দুই দিন আগে বিক্রি হয়েছিল ১২০ থেকে ১২৭ টাকা দরে। পাম অয়েলের কারণে খোলা সয়াবিন তেলের লিটারেও বেড়েছে ২ থেকে ৩ টাকার মতো। এ মানের তেলের লিটার বিক্রি হচ্ছে ১৭৪ থেকে ১৭৫ টাকা। যা এতদিন বিক্রি হয়েছে ১৭২ টাকা দরে। বিশ্বে সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদন হয় ইন্দোনেশিয়ায়। আন্তর্জাতিক

বাজারে ভোজ্যতেলের বাজারের এক-তৃতীয়াংশই হচ্ছে পাম অয়েল। আর বিশ্বের মোট পাম অয়েল সরবরাহের প্রায় ৬০ শতাংশই আসে ইন্দোনেশিয়া থেকে। ফলে দেশটির ওপর নির্ভর করতে হয় অনেক দেশকে। কিন্তু হঠাৎ পাম রপ্তানি কমানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া তার অভ্যন্তরীণ বাজারে পাম অয়েলের সরবরাহ স্বাভাবিক রাখতে রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে। এতদিন অভ্যন্তরীণ বাজারে যে পরিমাণ তেল বিক্রি হতো তার ৮ গুণ রপ্তানি করা যেত। কিন্তু দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ বাজারে যে পরিমাণ বিক্রি করা হবে রপ্তানি করা যাবে তা ৬ গুণ। অর্থাৎ স্থানীয় বাজারে এক টন বিক্রি করলে এখন থেকে

রপ্তানি করা যাবে ৬ টন। যা আগে করা যেত ৮ টন। বাংলাদেশে বছরে প্রায় ১৮ থেকে ২০ লাখ টন ভোজ্যতেলের দরকার হয়। এর মধ্যে পাম অয়েলের ব্যবহার হয় ১২ থেকে ১৩ লাখ টন। যার প্রায় ৯০ শতাংশই আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। বাকি ১০ শতাংশ আসে মালয়েশিয়া থেকে। ফলে ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করলে বাংলাদেশেও এর প্রভাব পড়ে। গত বছরও এপ্রিলের শেষদিকে রপ্তানিতে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশে এর প্রভাব পড়েছিল। দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও বেড়েছে। তেজকুনিপাড়া এলাকার সুমা জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মো. শুভ বলেন, পাইকারি বাজারে প্রতি ড্রামে (২০৪ লিটার) ২০০ থেকে ২৫০

টাকা দাম বেড়েছে পাম অয়েলের। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও ড্রামে বেড়েছে ২০০ টাকার মতো। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, গতকাল রোববার দাম বেড়েছে শুনেছি। তবে আমাদের আগের কেনা আছে। সেগুলোই বিক্রি করছি। দুই দিন ধরে মিল পর্যায়ে কিছুটা দাম বেড়েছে বলে জানান দাম পাইকাররা। তাঁরা জানান, মিলারদের কেউ কেউ গত কয়েক মাসের লোকসান সমন্বয়ের চেষ্টা করছে। তাছাড়া ইন্দোনেশিয়া রপ্তানি কমানোর ঘোষণা দেওয়ায় বাংলাদেশের বাজারে পাম অয়েলের দাম বেড়েছে। পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, দুই দিন আগে হঠাৎ করে ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি কমানোর ঘোষণা দিয়েছে। দুই-তিন দিন ধরে মিল পর্যায়ে প্রতি ড্রামে ১২০

থেকে ২০০ টাকা দাম বেড়েছে। তাছাড়া কয়েক মাস লোকসান করেছে কেউ কেউ। তারা এখন হয়তো তা পুষিয়ে নিচ্ছে। খুচরা পর্যায়ে দাম বাড়ার পেছনে এটাও একটা কারণ হতে পারে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী