পশ্চিমাদের কাছ থেকে দ্রুত ট্যাংক চাইলেন জেলেনস্কি




পশ্চিমাদের কাছ থেকে দ্রুত ট্যাংক চাইলেন জেলেনস্কি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৩ | ৬:১৪
রাশিয়াকে মোকাবিলা করতে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে কিয়েভকে উন্নতমানের ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমা নেতারা। এ জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এসব ট্যাংক দ্রুত সরবরাহ করার আহ্বান জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির নেতা। বুধবার রাত্রীকালীন ভাষণে জেলেনস্কি ট্যাংকের পাশাপাশি দীর্ঘ পাল্লার মিসাইল এবং ফাইটার জেট (যুদ্ধবিমান) দেওয়ার জন্যও পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান। এর আগে যুক্তরাষ্ট্র দেশটিকে আব্রামস ও জার্মানি লেপার্ড ট্যাংক দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ও জার্মানির এমন ঘোষণাকে রাশিয়া ভয়ানক উসকানি হিসেবে উল্লেখ করেছে। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা ট্যাংক ধ্বংস করার ঘোষণা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অন্যান্য ট্যাংকের মতো এগুলোও জ্বালিয়ে দেওয়া

হবে। তারা শুধু শুধু অপচয় করছে।’ বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, ‘আমি আমাদের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে অন্যান্য ক্ষেত্রেও জোর দেওয়ার জন্য ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলেনবার্গকে বলেছি।’ সেই সঙ্গে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইল ও আর্টিলারি দেওয়ার কথা বলেছেন বলেও জানান জেলেনস্কি। তিনি আরও বলেন, আমরা শুধু ট্যাংকের দ্রুত ডেলিভারির কথা বলছি না, সেই সঙ্গে সেটি যেন উল্লেখযোগ্যসংখ্যক হয়। ‘ফ্রিডম ফোর্সের মতো আমাদের একটি ট্যাংক ফোর্স গঠন করতে হবে। যাতে স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে না পারে।’ এদিকে জেলেনস্কি যখন পশ্চিমাদের কাছ থেকে ট্যাংকের প্রতিশ্রুতি আদায় করার পর অত্যাধুনিক যুদ্ধবিমানের ব্যাপারে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, তখন অনেক পশ্চিমা দেশ এর বিরোধিতাও করেছে।

কারণ তাদের আশঙ্কা, এ ধরনের এয়ারক্র্যাফট পেলে রাশিয়ার ভেতরে আক্রমণ করে বসতে পারে কিয়েভ। এই যেমন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বুধবার দেশটির পার্লামেন্ট বুন্দেস্তাগে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার পরিকল্পনা ঘোষণার সময় বলেন, ‘ইউক্রেনকে কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না।’ জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া জার্মানি অন্যান্য ইউরোপীয় দেশের ব্যাপারে বলেছে যে, তাদের কাছে মজুত থাকা লেপার্ড ট্যাংক চাইলে ইউক্রেনকে ডোনেট করতে পারে। বার্লিনের এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন বুধবার বলেন, ইউক্রেনকে ৩১টি এম১ আব্রামস ব্যাটল ট্যাংক (যুদ্ধ ট্যাংক) দেবে ওয়াশিংটন। এদিকে একসঙ্গে দুই দেশের এই ঘোষণায় অনেকটা উজ্জীবিত ইউক্রেন। কিয়েভ মনে করছে, এর

মাধ্যমে তারা এক বছর আগে শুরু করা রুশ আগ্রাসনের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াতে পারবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিচারকের সই জাল করে পালাল আদালতের দুই পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩ রোগী ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লি‌নিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের তথ্যের বিষয়ে যা বলল বিজিএমইএ মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের হামলা ভাঙচুর লুট নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে খুশি করতে চাঁদের বিরুদ্ধে রায়: মিনু দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০ কয়লাখনি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের তৃতীয় কমিটির অভিষেক ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন পালটাপালটি আলটিমেটাম বাড়তি ব্যয় এক হাজার কোটি টাকার বেশি