পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘণ্টায় আরও ৩ মামলা, গ্রেপ্তার ৩ – U.S. Bangla News




পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘণ্টায় আরও ৩ মামলা, গ্রেপ্তার ৩

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৬:৫০
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যার ঘটনায় সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৩টি মামলায় ১৯০ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার সকালে জেলা পুলিশ এসব তথ্য জানায়। পুলিশ জানায় ও স্থানীয়রা জানান, সোমবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর থানায় হত্যা, ডিজিটাল নিরাপত্তাসহ ১৮টি এবং বোদা থানায় পাঁচ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের যুবককে পিটিয়ে হত্যার মামলায় পাঁচ জনকে গেপ্তার দেখানো হয়। ঘটনার পর

থেকে জেলাজুড়ে ব্যপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় প্রতিদিন গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পুলিশি গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শহরের ফুলতলা, তুলাডর ডাংগা, রামের ডাংগা, রাজনগর খালপাড়াসহ কয়েকটি গ্রাম। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, কোথাও গণগ্রেপ্তার করা হচ্ছে না। সহিংসতায় হাজার হাজার মানুষ ছিল। ২৩ মামলায় ১৫ হাজারের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র তিনজন অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ২৩ মামলায় মাত্র ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় সরাসরি জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমানে সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক থাকলেও

আমহদিয়া সম্প্রদায়সহ শহরে অতিরিক্তি পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গত মার্চ শুক্রবার আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা বিক্ষোভ করেন। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। সংঘর্ষে দুই যুবক মারা যান। এক পর্যায়ে রাত ৮টায় ঘোষণা দিয়ে জলসা বন্ধ করা হয়। এরপরও শনিবার গুজব ছড়িয়ে আবারও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে