
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

মাগুরায় গিয়েই আচরণবিধি লঙ্ঘন করলেন সাকিব

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল স্বামীর

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে ট্রেনে আবারও হামলা-অগ্নিসংযোগ

ঘুমধুমের মিয়ানমার মৈত্রী সড়ক থেকে ১৩ রোহিঙ্গা নাগরিক আটক

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির বাসে আগুন

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
নোয়াখালী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। নতুন এ ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতৃত্বে রেলমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে একজোড়া ননস্টপ ট্রেন চালুর দাবিতে আন্দোলন শুরু করে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক এমএইচ রহমান ফুয়াদ বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে নোয়াখালী জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার বাস্তবায়ন করেছি- নতুন একজোড়া ট্রেন প্রাপ্তি তারই ধারাবাহিকতার অংশ।
২৯ অক্টোম্বর চট্টগ্রাম রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বরক সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চায়না কোচ দিয়ে এক জোড়া নতুন
আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। প্রস্তাবনায় বলা হয়েছে, নতুন এ ট্রেনের নম্বর ৮১৭/৮১৮। ১৪ কোচের নতুন এ ট্রেনে আসন থাকবে ৬৭৯টি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রস্তাবিত ট্রেনের সময় সূচিতে বলা হয়েছে, ৮১৭নং ট্রেনটি নোয়াখালী ছাড়বে বেলা আড়াটায় আর ঢাকা পৌঁছাবে ৮টা ১০ মিনিটে। আর ৮১৮নং ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টায় আর নোয়াখলী পৌঁছাবে দুপুর দেড়টায়। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী, মাইজদিকোটে যাত্রাবিরতি করবে।
আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। প্রস্তাবনায় বলা হয়েছে, নতুন এ ট্রেনের নম্বর ৮১৭/৮১৮। ১৪ কোচের নতুন এ ট্রেনে আসন থাকবে ৬৭৯টি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রস্তাবিত ট্রেনের সময় সূচিতে বলা হয়েছে, ৮১৭নং ট্রেনটি নোয়াখালী ছাড়বে বেলা আড়াটায় আর ঢাকা পৌঁছাবে ৮টা ১০ মিনিটে। আর ৮১৮নং ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টায় আর নোয়াখলী পৌঁছাবে দুপুর দেড়টায়। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী, মাইজদিকোটে যাত্রাবিরতি করবে।