নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল – U.S. Bangla News




নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৩ | ৬:২২
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন দেশটির হাজারও মানুষ। টানা চতুর্থ সপ্তাহের মতো শনিবার ইসরাইলজুড়ে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। হাতে বহন করেন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেলআবিবের কাপলান স্ট্রিটে এদিন বিক্ষোভকারীরা দেশটির পতাকা বহন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা এ সময় ‘নো ডিক্টেটরশিপ’ অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ একনায়কতন্ত্র চাই না, গণতন্ত্র চাই বলে স্লোগান দেন। এর আগের সপ্তাহগুলোতেও সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। ওই প্রস্তাব কার্যকর হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। নতুন সরকারের আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন এই প্রস্তাব এনেছেন।

এটি পাস হলে সরকার তার ইচ্ছামতো বিচারক নিয়োগ করতে পারবে। তাছাড়া নতুন আইন সুপ্রিম কোর্টের মৌলিক আইনের পরিপন্থী। বলা হচ্ছে, নতুন আইন পাস হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা দুর্বল হয়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে নেতানিয়াহু দুর্নীতি, জালিয়াতি ও আস্থা ভঙ্গ করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। কিছু বিশেষজ্ঞ ইতোমধ্যে সতর্ক করেছেন যে, প্রস্তাবিত আইন কার্যকর হলে ইসরাইলে গণতন্ত্র বলে কিছু থাকবে না। অন্যদিকে নেতানিয়াহু অভিযোগ করেছেন, সুপ্রিমকোর্ট রাজনৈতিক বিষয়ে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে। অন্যদিকে কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির সমালোচনাও করেছেন। একটি প্ল্যাকার্ডে এমন লেখা ছিল— ‘গণতন্ত্রের সঙ্গে দখলদারিত্ব চলতে পারে না।’ প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বেশ কিছু সপ্তাহ ধরে নেতানিয়াহু

সরকারের বিরুদ্ধে নিয়মিত-ভিত্তিতে বিক্ষোভ হচ্ছে। গত ২১ জানুয়ারির বিক্ষোভে তেলআবিবে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী