নির্বাচন, অর্থনৈতিক চাপ সামলানোই চ্যালেঞ্জ – U.S. Bangla News




ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
প্রকাশিতঃ ৫ এপ্রিল, ২০২৩
৫:২৩ পূর্বাহ্ণ

নির্বাচন, অর্থনৈতিক চাপ সামলানোই চ্যালেঞ্জ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৩ | ৫:২৩
আগামী নির্বাচনের প্রস্তুতি ও অর্থনৈতিক চাপ সামলানোটাই বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ। এ দুটিসহ আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০২৩ সালে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ ও কিছু সুযোগের বিষয় তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়গুলো ২০২২ সালে তাদের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড নিয়ে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই প্রতিবেদন তৈরির বেলায় জাতিসংঘের ১৬টি আবাসিক ও আটটি অনাবাসিক কার্যালয় কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ, উন্নয়ন ও মানবিক সহায়তা আকর্ষণের প্রতিযোগিতা, ২০২২ সালের ভয়াবহ বন্যা এবং

ক্রমবর্ধমান জলবায়ু সংকটের মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করার উপায় খুঁজছে বাংলাদেশ। আর এগুলোই বাংলাদেশের ২০২৩ সালের প্রধান চ্যালেঞ্জ। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ঋণের শর্তানুযায়ী অর্থনীতির পুনর্গঠন এবং আগামী নির্বাচনের প্রস্তুতিও বিশেষ চ্যালেঞ্জিং। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের দিকে যাচ্ছে। সরকার ও অন্য অংশীদারদের সঙ্গে জাতিসংঘও উত্তরণের কৌশল নির্ধারণে কাজ করবে বলে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে অবহেলিত জনগোষ্ঠীকে একত্রীকরণ এবং তাদের কাছে যাতে উন্নয়নের ফসল পৌঁছে দেওয়া যায়, সেটা মাথায় রেখে কৌশল নির্ধারণ করা হবে। সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ, উন্নয়ন অংশীদারদের সহায়তায় আঞ্চলিক ও বৈশ্বিক জাতিসংঘের দপ্তরগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে

এই কৌশল নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রধান বাণিজ্যিক অংশীদারদের মানদণ্ড অনুযায়ী পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি শ্রমমান ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘ উন্নয়ন অংশীদার ও বেসরকারি খাতের সহায়তা নেবে, যাতে বাজারগুলোতে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা বজায় থাকে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মানুষের জীবনযাপনের ব্যয় সংকট মোকাবিলা করতে হবে সরকারকে। মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্য ও জ্বালানি সরবরাহও করতে হবে। তাই বছরজুড়ে জীবিকা সহায়তা ও খাদ্য নিরাপত্তা দেওয়াটা জাতিসংঘের প্রধান অগ্রাধিকার। অন্যদিকে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট আরও খারাপের দিকে যাচ্ছে। আর্থিক সহায়তা কমে যাওয়ায় খাদ্য সহায়তা ১৭ শতাংশ কমেছে। সম্প্রতি অগ্নিকাণ্ডে ২ হাজার ৮০০ আশ্রয় ধ্বংস হয়েছে। তাই পর্যাপ্ত তহবিল সংগ্রহ

করে রোহিঙ্গাদের জীবনযাপনে সহায়তা নিশ্চিত করাও অন্যতম অগ্রাধিকার। মিয়ানমারে নিরাপদে, সম্মানের সঙ্গে এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনও জাতিসংঘের অগ্রাধিকারে রয়েছে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন অঞ্চলে যুদ্ধের প্রভাব ও করোনা মহামারির কারণে জ্বালানি ও খাদ্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশীয় মুদ্রাস্ফীতি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে স্তিমিত করেছে। ২০২২ সালে সিলেটে ও সুনামগঞ্জের ৭২ লাখ মানুষ ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭২ কোটি ডলারের বেশি। এ জন্য জাতিসংঘের জরুরি সহায়তা তহবিল থেকে ৫০ লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পাওয়া গেছে ২ কোটি ডলারের বেশি সহায়তা। এদিকে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গতকাল এক বিবৃতিতে বলেন, ২০২২ সালের চ্যালেঞ্জিং

বৈশ্বিক পরিবেশ সত্ত্বেও জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী করার জন্য নীতিমালা জোরদার করার পাশাপাশি কতগুলো ধারাবাহিক উদ্যোগ ও সেবা বাস্তবায়নে বাংলাদেশের জনগণ ও সরকারকে সহায়তা দিচ্ছে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা, শিশু সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতায় বেঁচে যাওয়া মানুষের জন্য সহায়তা, নিরাপদ, বৈধ ও নিয়মিত অভিবাসন, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রগুলো জোরদার করার প্রয়াসও অব্যাহত রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে