
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

কোটিপতি বানানোর কারখানা রাজউক

কারাগারে রমরমা ক্যান্টিন বাণিজ্য

জুসের সঙ্গে বিষ খাইয়ে ছেলেকে হত্যা করেন মা!

গাড়িতে বসে অন্তঃসত্ত্বা মাহি বললেন, ‘ওরা আমাকে টর্চার করছে’

নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ১

গাইবান্ধায় সহকারী শিক্ষকদের মারধরে প্রধান শিক্ষক হাসপাতালে

গুরুদাসপুরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মি নিহত, বিক্ষোভ সমাবেশ
‘নিরাপত্তাহীনতায় ভুগছেন’ সেই প্রকৌশলী

ঠিকাদারদের মারধরের শিকার প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে বসে কাজ করতে চান না। তিনি ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) নিজ কার্যালয়ে বসেই প্রকল্পটির দায়িত্ব পালন করতে চান। আজ বুধবার তাঁর সহকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
এর আগে তিনি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দু'দিন চট্টগ্রাম সিটি করপোরেশনে অফিস করতেন। গত রোববার ঠিকাদারদের হামলার শিকার হন তিনি। এর পর ঢাকায় চলে যান। আজ বুধবার নির্ধারিত দিনে তিনি অফিসে আসেননি। আগামীকাল বৃহস্পতিবারও অফিস করবেন না বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, প্রকল্প পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনে অফিস করবেন না- এমন কিছু আনুষ্ঠানিকভাবে জানাননি। তিনি মেয়রের অনুমতি নিয়ে বুধবার অফিস করেননি। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গোলাম ইয়াজদানী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ছাড়া বাকি কর্মদিবসগুলোতে ঢাকায় এলজিইডি কার্যালয়ে অফিস করেন। গত রোববার চট্টগ্রামে এসেছিলেন চসিকের সাধারণ সভায় অংশ নেওয়ার জন্য। সাধারণ সভায় আন্দরকিল্লার পুরোনো নগর ভবন থেকে টাইগারপাসে তাঁর অস্থায়ী কার্যালয়ে যাওয়ার পর হামলার শিকার হন। এর পর তিনি ঢাকায় ফিরে যান।
প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানী বলেন, তিনি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। চট্টগ্রামে গিয়ে আর অফিস করবেন কিনা, তা সুস্থ হয়ে মূল কর্মস্থলের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আপাতত চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।