
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

জাতিসংঘে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত: বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক সাফল্য তুলে ধরলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র “সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি পালন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত বেড়ে ৭

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন

জালালাবাদ এসোসিয়েশনের ইফতার পার্টী অনুষ্ঠিত

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে সার্বজনীন প্রাক-বড়দিন উদ্যাপন

নিউইয়র্ক: সম্প্রতি বড়দিনের পূর্বে অনুষ্ঠিত হলো সার্বজনীনপ্রাক-বড়দিন উৎসব। রিচ বাংলা মিশন, কাটরিন লাভ ফর বাংলাদেশ ওগেøাবাল বাংলা মিশনের যৌথ উদ্যোগে বিগত ২৩ শে ডিসেম্বর, বিকাল৬:৩০ মিনিটে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে প্রাক-বড়দিন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খ্রীস্টবিশ্বাসী, আমন্ত্রীতঅতিথি ও কমিউনিটির সুধীজনের উপ¯ি’তে উ”ছাস ও আনন্দের প্রাক-বড়দিন উদযাপন করা হয়। শুরুতে সঞ্চালক রেভাঃ যোষেফ ডি বিশ্বাস সকলকেঅভ্যর্থনা জানান ।অতিথিদের উপ¯ি’তিতে ক্রিসমাসের কেক কাটা হয়। বড়দিনের ধর্মিয়গান পরিবেশন করেন জর্জ পিন্টু অধিকারী ও তার দল। বাইবেল পাঠ করেনপিয়ালী বৈদ্য, প্রারম্ভিক প্রার্থনা করেন অল ন্যাশন চার্চ বাংলাগ্রæপের পালক রেভাঃ ড. এ্যালড্রিন পি বৈদ্য। আয়োজকদের পক্ষ থেকেউপ¯ি’ত সকলকে স্বাগত জানান রিচ বাংলা মিশনের পরিচালক রেভা. ড.প্রদীপ দাস, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কেলভিন মন্ডল,গেøাবাল বাংলা মিশন এর পরিচালক ও ইভ্যানজেলিক্যাল বাংলা চার্চ পালকরেভা: যোষেফ ডি বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন সেন্টাররিচ বাইবেল চার্চ-এর মিশন চেয়ারপ্যারসন জন হওয়েল । বিশেষ অতিথিহিসেব বক্তব্য রাখেন ডেমোক্রাটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জএটর্নি মঈন চৌধুরী, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খানআলম, জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফাউন্ডারসেক্রেটারি গফুর খান, ইভ্যানজেলিক্যাল বেংগলী চার্চ-এর ওয়ারশীপ পাস্টরজর্জ পিন্টু অধিকারী প্রমুখ। বিজয়ের মাসে দেশের গান পরিবেশন করেনমনিকা দাস, বাদ্যে ছিলেন ঢোলক শফিক মিয়া। অনুষ্ঠানে আরো সংগীতপরিবেশন শেলী বড়ুয়া, তম কর। । সেন্টা ক্লস সেজে সকলের মাঝে উপহারবিতরণ করেন গেøন গার্থী যা উপ¯ি’ত সকলকে আনন্দ দেয়। উল্লেখ উক্ত তিন সংগঠন বিগত ২০১৬ সাল থেকে কমিউনিটির প্রিয়মানুষদের নিয়ে বড়দিন উৎসব উদযাপন করে আসছে ধারাবাহিকভাবে।