
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

কেটে যাক কালো মেঘ, মঙ্গলালোকে উদ্ভাসিত হোক নিউইয়র্কের আকাশ:কামাল হোসেন মিঠু

আমি চীনকে ধারণ করতে চাই না: বাইডেন

এবার যাদের ওপর পড়ল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আ:লীগের পথসভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ২

সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক প্রার্থী
নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের বিজয় দিবস উদযাপন

বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে প্রগ্রেসিভ ফোরাম গত ১৮ ডিসেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন অর্থনীতিবীদ ড.নজরুল ইসলাম,সংগঠনের সাবেক সভাপতি খোরশেদুল ইসলাম ও লেখক গবেষক শামীম রেজা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা । আলোচনায় বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোরশেদ আলম,সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান,ডাক্তার আজিজুল হক, লেখক হুসনে আরা বেগম, সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু,উদীচীর সাধারণ সম্পাদক আলীম উদ্দিন,ওবায়দুল্লা মামুন,নতুন প্রজন্মের রানিয়া রেজওয়ানা প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কল্লোল দাস।
৭১এর রনাঙ্গনের বীরত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম,শরাফ সরকার,আব্দুল বারী, সৈয়দ
রেজাউল করিম,শেখ আক্তার ইসলাম,গোলাম সামদানী ও মাহফ্জু আলী টুকুটকে ক্রেষ্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ফুলু চৌধুরী,সুচরিত দও, গোপন সাহা, নিলভানা লিপি, সুবক্তগীন সাকী,গোলাম মতুর্জা,আদিত্য শাহীন, আলভিনা জামিল রহমান প্রমূখ। এছাড়াও ১২জন শিশু-কিশোর তবলার লহরী পরিবেশন করে। এ পর্ব পরিচালনা করেন মিনহাজ আবেদীন সাম্মু।
রেজাউল করিম,শেখ আক্তার ইসলাম,গোলাম সামদানী ও মাহফ্জু আলী টুকুটকে ক্রেষ্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ফুলু চৌধুরী,সুচরিত দও, গোপন সাহা, নিলভানা লিপি, সুবক্তগীন সাকী,গোলাম মতুর্জা,আদিত্য শাহীন, আলভিনা জামিল রহমান প্রমূখ। এছাড়াও ১২জন শিশু-কিশোর তবলার লহরী পরিবেশন করে। এ পর্ব পরিচালনা করেন মিনহাজ আবেদীন সাম্মু।