নিউইয়র্কে লালন উৎসবে গাইবেন ফরিদা পারভীন – U.S. Bangla News




নিউইয়র্কে লালন উৎসবে গাইবেন ফরিদা পারভীন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:৩৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক লালন ও লোক উৎসব। বাংলাদেশ থেকে এ উৎসবে গান শোনাতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন। আগামী ১৯ ও ২০ অক্টোবর জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে লালন পরিষদ ইউএসএ। উৎসবে বাংলাদেশ থেকে লোকগান পরিবেশনে যাবেন রাখি শবনম, বাউলশিল্পী কালা মিয়া, সুলতানা ইয়াসমিন, ফরাসি লালন গবেষক দেবরা জান্নাহ প্রমুখ। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন লালন পরিষদ ইউএসএ-এর প্রধান উপদেষ্টা নুরুল আমীন বাবু। লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলা সংস্কৃতি ও সংগীতকে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের বাঙালিদের পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে

যাচ্ছে সংগঠনটি। প্রবাসে জীবিকা ও পারিবারিক ব্যস্ততার মধ্যে এ কাজটি অত্যন্ত শ্রমসাধ্য। তিনি বলেন, ‘বিগত আয়োজনে উত্তর আমেরিকাসহ নিউইয়র্কের মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় আমরা আবারও এ উৎসবের আয়োজন করতে যাচ্ছি। বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আমাদের সম্মানিত শিল্পীরা এ উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা রাখি।’ লালন উৎসবকে দ্বিবার্ষিক হিসেবে আয়োজনের পরামর্শ দিয়েছিলেন ফরিদা পারভীন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘লালনকে অনুধাবনে সময় দিতে হবে। এ কারণে আমি প্রতি বছর উৎসব না করার পরামর্শ দিয়েছিলাম। প্রথমবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। লালনের গান গাইতে অনেকে এখন কুষ্টিয়া থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, এ কৃতিত্ব আমি দেব আমার

গুরু শ্রদ্ধেয় মকসেদ আলী সাঁইকে।’ তিনি আরও বলেন, ‘অনেক গুরু বাবা, গুরু মা আছেন, কিন্তু শুদ্ধ বাণী ও সুরে লালনের গান প্রচার হচ্ছে না। তাই সঠিক গুরু ধরে লালনের গান শিখতে হবে।’ লালনের বাণী আত্মশুদ্ধিতে, সুর মেডিটেশনে ব্যবহার করা হয়। সে কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘লালনের গান এখন ইউনেসকোস্বীকৃত বিশ্ব ঐতিহ্য।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘পৃথিবীর এমন কোনো দেশ নেই, যে দেশের একজন মানুষ নিউইয়র্কে থাকেন না। এ রকম মাল্টিকালচারাল একটি জায়গায় লালন উৎসব আমাদের জন্য সম্মানের। বাঙালির সংস্কৃতি এমনিতেই এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। চারপাশে তাকালেই দেখা যায়, বাংলা গানের মূল সুর ও রঙ হারিয়ে

যাচ্ছে। লালনের গানও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। লালনের গান গেয়ে অনেকে জেলেও গেছেন। উদার চিন্তা ও চর্চার পথ ক্রমে সংকীর্ণ হয়ে আসছে। সেই চর্চা নিশ্চিত করতে লালনের গান বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল হক, একুশে পদকপ্রাপ্ত যন্ত্রশিল্পী গাজী আবদুর হাকিম, লোকসংগীতশিল্পী লায়লা ও রাখি শবনম। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র উৎসব, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব ও জ্যোৎস্না উৎসব আয়োজন করেছিল লালন পরিষদ ইউএসএ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী