নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণ!

নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণ!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৩ | ১১:০৮
চট্টগ্রামে নারী দিয়ে কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও চাঁন্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সজিব, সাকিব ও সুমনকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ২৬ ডিসেম্বর মো. মহসিন নামে এক ব্যক্তিকে অপহরণ করে গ্রেফতারকৃতরা ১ লাখ টাকা দাবি করে। পরে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে। একই প্রক্রিয়ায় খোকা মারমা নামে আরেক ব্যক্তিকে মুরাদপুর থেকে অপহরণ করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। এরপর পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার অভিযান শুরু করে। মোবাইল ফোন ট্র্যাক ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও চাঁন্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে অপহরণের শিকার মো. মহসিন ও খোকা মারমা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- এই চক্রটির মহিলা সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে চোখের ইশারায় অথবা মোবাইল ফোনে কথা বলে অসামাজিক মেলামেশার প্রস্তাব দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে চক্রের সদস্যরা মিলে মারধর ও চাঁদা দাবি করে। পরে বিকাশ অথবা নগদের মাধ্যমে চাঁদার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, কৌশলে নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা