
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায়, হস্তক্ষেপ নয়: পিটার হাস

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

‘বাংলাদেশ সরকার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেলেন বেবী মওদুদ

ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

ঘুষের রেট নির্ধারণকারী এসিল্যান্ড সাময়িক বরখাস্ত
নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদে প্রি-গ্রাজুয়েশন ফেস্টিভাল অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে প্রি-গ্রাজুয়েশন ফেস্টিভাল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. রেজাউল হাসান। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আইন অনুষদের ডীন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোট ডিভিশনের রেজিস্ট্রার (জুডিশিয়াল) শেখ এম তোফয়েল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শেখ সামিদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (যুগ্ম জেলা জজ)
উপ-পরিচালক জনাব মো. জিয়াউর রহমান, নর্দান ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার কমডোর (অব.) এম মুনিরুল ইসলাম। প্রধান অতিথি বিচারপতি মো. রেজাউল হাসান তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আইনজীবিদের জীবন কখনও মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়ে জীবনের সাফল্যের শিখরে পৌঁছাতে হয়। এ জন্য প্রয়োজন নিষ্ঠা, সময়ানুবর্তিতা, ধৈর্য, সততা, পরিশ্রম ও নিরন্তর অধ্যয়ন। দেশ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা যারা আইনজীবী হবেন, তাদের প্রচুর পড়তে হবে এবং শিখতে হবে।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান
করে অভিনন্দন জানানো হয়।
উপ-পরিচালক জনাব মো. জিয়াউর রহমান, নর্দান ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার কমডোর (অব.) এম মুনিরুল ইসলাম। প্রধান অতিথি বিচারপতি মো. রেজাউল হাসান তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আইনজীবিদের জীবন কখনও মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়ে জীবনের সাফল্যের শিখরে পৌঁছাতে হয়। এ জন্য প্রয়োজন নিষ্ঠা, সময়ানুবর্তিতা, ধৈর্য, সততা, পরিশ্রম ও নিরন্তর অধ্যয়ন। দেশ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা যারা আইনজীবী হবেন, তাদের প্রচুর পড়তে হবে এবং শিখতে হবে।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান
করে অভিনন্দন জানানো হয়।