নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা




নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:২৬
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে র‌্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় সেখান থেকে র‍্যালি শুরু হওয়ার কথা। তবে জুমার দিন হওয়ায় এবং বৃষ্টির কারণে র‌্যালি শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। র‌্যালিতে অংশ নিতে বৃষ্টি বাধা উপেক্ষা করেই নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। র‌্যালিপূর্ব সমাবেশে বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেজন্য একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত নেতাকর্মীদের দেখা যায়। রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে, সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা র‍্যালির প্রস্তুতি নিচ্ছেন। নয়াপল্টনের কাছে সড়কের একপাশে যানবাহন চলাচল করছে। ওই এলাকায় নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা

বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এ র‍্যালির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সরজমিনে দেখা গেছে, বেলা ২টা থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রং বেরঙের ব্যানার-ফেস্টুন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুনসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় আসছেন। এতে ঘোড়ার গাড়িও রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে। উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসছেন দলে দলে। এ সময় খালেদা

জিয়ার মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে শোভাযাত্রার প্রাঙ্গণ মুখরিত করেন তুলেন তারা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ বিচারকদের সতর্ক করে আপত্তিকর বক্তব্য ভিপি নুরের বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ৩৫ আমাদের মূল্য তখনও ছিলো না এখনও নাই: সৈয়দ ইবরাহিম টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪ মালয়েশিয়ায় ৫ দিনে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দেবে বাংলাদেশ হাইকমিশন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কতটা কাজে লাগে? ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১ ডায়রিয়া আক্রান্তের পর গাজায় দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরাইলি সৈন্যরা ৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে : কাদের নির্বাচনে বিদেশী কোন চাপ নেই : ইসি আলমগীর মানুষের হাতে থাকা ডলার ব্যাংকে টানার উদ্যোগ রাজধানীসহ সারাদেশে ৯ গাড়িতে আগুন জামিনে মুক্তি পেলেন বক্তা আমির হামজা প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার