দেশে ফেরার সাহস তারেক রহমানের আছে মানুষ বিশ্বাস করে না

দেশে ফেরার সাহস তারেক রহমানের আছে মানুষ বিশ্বাস করে না

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৩ | ৫:৪৮
দেশে ফিরে আসার সৎ সাহস তারেক রহমানের আছে, বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান ১০ তারিখে আসবেন, শুনলাম ৩০ তারিখে আসবেন। আসলে দেশে ফিরে আসার সৎ সাহস তার আছে বলে বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। ১১ জানুয়ারি সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন ভবিষ্যতে কী হবে জানি না, তবে আমরা সতর্ক পাহারায় থাকবো। আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রমণ করা হলে উদ্ভূত পরিস্থিতিতে জবাব দেবো। তখন প্রশাসন জবাব দেবে নাকি পার্টি দেবে, সেটা সময় বলে দেবে। তিনি বলেন, আপনি আমাকে বারবার মারবেন, আমি চুপ করে থাকবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। এটা কী হয়? এটা হয় না। আমরা সারাদেশেই আগে যেমন ছিলাম তেমনি সতর্ক অবস্থায় থাকবো। কবির বিন আনোয়ার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হচ্ছেন- এমন গুঞ্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে (কবির বিন আনোয়ার) অফিসে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন। কী দায়িত্ব দেবেন এখনো আমি জানি না। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এতো তাড়াহুড়ো করার কিছু নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় যোগ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে সদ্য অবসরে যাওয়া কবির বিন আনোয়ার। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব-লিটনরা! প্রীতি ম্যাচে সিশেলসকে হারিয়েছে বাংলাদেশ অগ্নিপরীক্ষায় বিএনপি, শঙ্কা নতুন ‘উকিল’ লাশ বস্তায় ভরে গাড়িতে তুলে সটকে পড়ে মমিন দেশে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল বানাতে চান সাকিব জনগণকে মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার ডাক ইমরানের আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি: আইজিপি ইমরানের সমাবেশের আগে সাঁড়াশি অভিযান, বন্ধ সব প্রবেশপথ প্রতিটি ছবি মুক্তির পরই বউয়ের হাতে মার খান ইমরান হাশমি! নারীর এগিয়ে চলা প্রকল্প ঐতিহাসিক যে মসজিদে এখন আর নামাজ আদায় হয় না ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি রোগাক্রান্ত ব্যক্তি কীভাবে রোজা রাখবেন? সিরিয়ায় প্রতিদিন মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু রমজানে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি: মির্জা ফখরুল ইউরোপ জুড়ে ব্যাংকের শেয়ারে ব্যাপক দরপতন মিয়ানমারের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, এক দিনে গ্রেপ্তার ৪৫৭