দেশে জাইকার জেওসিভি প্রোগ্রাম আবার চালু




দেশে জাইকার জেওসিভি প্রোগ্রাম আবার চালু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৭
দেশে আবারো চালু হয়েছে জাপান ওভারসিজ কো-অপারেশন ভলান্টিয়ার (জেওসিভি) প্রোগ্রাম। জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে জেওসিভি প্রোগ্রামটি আবার চালু হলো। চলতি মাসে এটি চালু করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশে ১৯৭৩ সালে শুরু হওয়া জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সের (ওডিএ) ৫০ বছর পূর্তির স্মরণীয় মুহূর্তে সাত বছর পর একজন ফিজিক্যাল থেরাপি স্বেচ্ছাসেবির আগমনের মধ্য দিয়ে এ প্রোগ্রামটি আবার চালু হয়। জেওসিভি জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সের (ওডিএ) অংশ হিসেবে পরিচালিত একটি বহুল স্বীকৃত সহযোগিতা প্রকল্প, যার বাস্তবায়নে রয়েছে জাইকা। এই প্রোগ্রামের মধ্য দিয়ে জাপানের নাগরিকরা অংশীদার দেশগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে

নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান। বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত ১২৮৪ জন স্বেচ্ছাসেবক পাঠিয়েছে জাইকা। যারা গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কারিগরি প্রশিক্ষণ, কঠিন (সলিড) বর্জ্য ব্যবস্থাপনা ও ক্রীড়ার মতো খাতগুলোতে ধারাবাহিকভাবে নানান কার্যক্রম পরিচালনা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে ২০১৬ সালে হলি আর্টিজানের দুঃখজনক ঘটনার পর প্রোগ্রামটি স্থগিত করা হয়। ফিজিক্যাল থেরাপি স্বেচ্ছাসেবক তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেওসিভি প্রোগ্রাম নতুন করে চালু হওয়ার পর জাইকার প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হাসপাতালে বিশেষভাবে সক্ষম মানুষদের সেবা করার ক্ষেত্রে আমি আমার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে চাই। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব

শরিফা খান বলেন, বাংলাদেশে আবার জেওসিভিকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। দেশের ফিজিক্যাল থেরাপির উন্নয়নে তার জ্ঞান ও দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। জাইকা বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, স্বেচ্ছাসেবকরা আমাদের সহযোগিতামূলক প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের উন্নয়নে দেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এবং দুই দেশের বিশ্বাস ও আস্থার জায়গাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই স্বেচ্ছাসেবীদের ফিরিয়ে আনা হচ্ছে। এ প্রোগ্রাম দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের মানুষকে সহায়তা করতে এবং জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি করে নেয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিচারকের সই জাল করে পালাল আদালতের দুই পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩ রোগী ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লি‌নিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের তথ্যের বিষয়ে যা বলল বিজিএমইএ মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের হামলা ভাঙচুর লুট নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে খুশি করতে চাঁদের বিরুদ্ধে রায়: মিনু দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০ কয়লাখনি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের তৃতীয় কমিটির অভিষেক ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন পালটাপালটি আলটিমেটাম বাড়তি ব্যয় এক হাজার কোটি টাকার বেশি