দেশি কোচের আবেদন কেবল বাবুলের – U.S. Bangla News




দেশি কোচের আবেদন কেবল বাবুলের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ১০:০৬
জাতীয় দলের সহকারী কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। আগ্রহী প্রার্থীরা এরই মধ্যে আবেদন করেছেন। বিদেশি কোচদের লম্বা একটা তালিকাও পেয়ে গেছে বোর্ড। এই তালিকায় বড় কোনো নাম রয়েছে কিনা জানাতে পারেননি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির অন্য একটি সূত্র থেকে জানা গেছে, বিদেশি প্রার্থীদের ভিড়ে এক বা দু’জন দেশি কোচও আবেদন করেছেন। তাঁদের একজন হলেন মিজানুর রহমান বাবুল। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘যেহেতু দেশি কোচদের আবেদন করার একটা সুযোগ রেখেছে, তাই করলাম। নেওয়া না নেওয়া তো বিসিবির সিদ্ধান্ত। এতে করে একটা জিনিস হয়েছে, কেউ বলতে পারবেন না আবেদন করিনি।’ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে যে বিদেশি

কোচ নিয়োগ দেওয়া হবে, তা এক প্রকার নিশ্চিত। দেশিদের নিয়োগ দেওয়ার ইচ্ছা থাকলে গণআবেদনে নাম লেখাতে হতো না। বিসিবি থেকে ডেকেই আবেদন করতে বলা হতো বলে মনে করেন স্থানীয় কোচদের বেশিরভাগ। রাজিন সালেহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আবেদন করিনি। আমাকে বা আমাদের কাউকে নিতে চাইলে বোর্ডের তো সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। কারণ, দেশি কোচরা কে কী পারে এবং কার কেমন সামর্থ্য তা ভালো করেই জানে। দেশিদের জন্য আবেদনের প্রয়োজন হবে কেন? আবেদন তো করবেন বিদেশিরা। বিসিবির বিজ্ঞাপনটি বিদেশিদের জন্য প্রযোজ্য। খামোখা আবেদন করার যুক্তি খুঁজে পাইনি আমি।’ বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ সোহেল ইসলাম, তালহা যোবায়ের, জাতীয় দলের

সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও আবেদন করেননি।এ তিন কোচের সঙ্গে যোগাযোগ করা হলে তালহা বলেন, ‘আমি এখনও জুনিয়র। সালাহউদ্দিন ভাই, সোহেল ভাই, বাবুল ভাইয়েরা হয়তো আবেদন করেছেন। সোহেল ইসলাম জানান, তিনি বর্তমান পজিশনে ভালো আছেন। দেশের অন্যতম সফল কোচ সালাহউদ্দিনের কাছে আবেদন না করার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সবকিছু ছেড়ে এ মুহূর্তে বোর্ডের কাজে যোগ দেওয়া কঠিন। একটি একাডেমিতে কাজ করছি। প্রতিষ্ঠানটিকে একটু গুছিয়ে দেওয়ার পর সিদ্ধান্ত নিতে পারব। তবে দুই বছর পর কোনো সুযোগ এলে আশা করি নিতে পারব।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী