দশ এমপির পথের কাঁটা ১০ উপজেলা চেয়ারম্যান – U.S. Bangla News




দশ এমপির পথের কাঁটা ১০ উপজেলা চেয়ারম্যান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৩ | ১০:২৯
সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান এস এম আল মামুন এবার এমপি হতে চান। তাই পদত্যাগ করে নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম। সীতাকুণ্ডের তিনবারের প্রয়াত সংসদ সদস্য আবুল কাশেম মাস্টারের ছেলে তিনি। ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি। একই পথ ধরেছেন চট্টগ্রাম বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যান। পদত্যাগ করে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে তারা মনোনয়ন ফরম কিনেছেন। উপজেলা চেয়ারম্যানদের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ১০টি আসনের বর্তমান এমপিরা। কারণ এই উপজেলা চেয়ারম্যানরা মনোনয়ন না পেলে ভোটের মাঠে বর্তমান এমপির পক্ষে কতটা সক্রিয় থাকবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শুধু তাই নয়, মনোনয়ন না পেলে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীও হতে পারেন। কাছে তারা এমন ইঙ্গিত দিয়েছেন।

সব মিলিয়ে চট্টগ্রামে রাজনীতির সমীকরণ কঠিন করে তুলেছেন পদত্যাগী এই উপজেলা চেয়ারম্যানরা। মনোনয়নপ্রত্যাশী এস এম আল মামুন বলেন, ‘সীতাকুণ্ডে গত দুই মেয়াদে দিদারুল আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও তিনি দলের লোক ছিলেন না। জীবনে কখনও ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ করেননি। তিনি মূলত ব্যবসায়ী। একজন অরাজনৈতিক ব্যক্তি এমপি হওয়ায় দলের নেতাকর্মীরা হতাশ। তাই এবার আমি মনোনয়ন ফরম নিয়েছি। আশা করি, দল নেতাকর্মীর আশার মূল্যায়ন করবে।’ মনোনয়ন না পেলে কি স্বতন্ত্র প্রার্থী হবেন– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এবার সবকিছু ছেড়ে এসেছি। সময় বলে দেবে কখন কী করব।’ পদত্যাগ করে মনোনয়ন ফরম সংগ্রহকারী আরেক উপজেলা চেয়ারম্যান হলেন বাঁশখালীর চৌধুরী মোহাম্মদ গালিব

সাদলী। বর্তমান এমপি মোস্তাফিজুর রহমানকে চ্যালেঞ্জ করে তিনিও নিয়েছেন মনোনয়ন ফরম। চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, ‘বর্তমান এমপি নানা কারণে বিতর্কিত। জনগণ এখন পরিবর্তন চায়। দলের সভাপতি যদি আস্থা রাখেন আমি তার প্রতিদান দেব।’ বাঁশখালীতে ২০১৪ ও ২০১৮ সালে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বিরোধী নেতাকর্মীকে দমনপীড়ন এবং অস্ত্র নিয়ে মিছিল করার ঘটনায় তিনি বেশ সমালোচিত। তারপরও বাঁশখালীতে রয়েছে তাঁর শক্ত অবস্থান। অভিন্ন চিত্র সাতকানিয়া-লোহাগাড়া আসনেও। সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব পদত্যাগ ও দলের মনোনয়ন ফরম

কিনে বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এক সময় দু’জনের মধ্যে সুসম্পর্ক থাকলেও এখন তারা প্রতিপক্ষ। কোনো অনুষ্ঠানে এমপি থাকলে সেখানে থাকেন না উপজেলা চেয়ারম্যান। তাই বর্তমান এমপি মনোনয়ন পেলে এম এ মোতালেব তাঁর পক্ষে কাজ করবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এম এ মোতালেব বলেন, ‘বর্তমান এমপি আওয়ামী লীগের কেউ নন। তিনি কখনও আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। উড়ে এসে জুড়ে বসা এই ব্যক্তির বিরুদ্ধে আছে নানা অভিযোগ। তাই মানুষ এবার পরিবর্তন চায়। সে জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’ একই পথে হাঁটছেন পটিয়ার উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি

মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন বর্তমান এমপি শামসুল হক চৌধুরীকে। মোতাহেরুল ইসলাম বলেন, ‘দলকে জীবনের সুবর্ণ সময় দিয়েছি। এখন শেষ বয়সে পৌঁছে গেছি। আশা করি দল সুযোগ দেবে। যদি সুযোগ পাই যোগ্য প্রতিদান দেব।’ সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান। রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতিও তিনি। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাঁর ছোট ভাই। সোহেল সরওয়ার নৌকার প্রার্থী হতে তাঁর অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ করছেন। পদত্যাগী এই উপজেলা চেয়ারম্যান বলেন, ‘দল যদি মনোনয়ন দেয় এমপি নির্বাচন করব।’ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান এবার আওয়ামী লীগের মনোনয়ন চান।

একইভাবে চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ ও শাহরাস্তি) হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন চাচ্ছেন নৌকার টিকিট। ফরিদগঞ্জে পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, ‘এবার আমি শতভাগ বিশ্বাসী, দল আমাকে মূল্যায়ন করবে। তবে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে