দরজায় অভাব, জানালা দিয়ে পালাচ্ছে রুচি-শৌখিনতা




দরজায় অভাব, জানালা দিয়ে পালাচ্ছে রুচি-শৌখিনতা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৩ | ৭:৩১
অভাব যখন বানের জলের মতো দরজা ভেঙে ঢোকে, ভালোবাসা-রুচি-শৌখিনতা, রংঢং, আমোদ-আহলাদ সব তখন জানালা দিয়ে পালায়। যুগ যুগ ধরে চলে আসা সাধুজনের সে অমোঘ বাণী এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন আফগানরা। এক বছর আগেও দামি চিত্রকর্ম কেনার দম্ভে যাদের পা পড়ত না মাটিতে-সেই তাদেরই এখন টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি তোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আকার-ইঙ্গিতে সে কথাই বললেন আফগানিস্তানের চিত্রশিল্পীরা। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়ার একদল চিত্রশিল্পী দাবি করছেন, তাদের চিত্রকর্মের জন্য তারা বাজার খুঁজে পাচ্ছেন না। তাদের পরিস্থিতি একসময় ভালো ছিল। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে

মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে দেশটিতে সাম্প্রতিক চিত্রশিল্প কর্মের ব্যাপক বাজার সংকটের কথা বলছেন শিল্পীরা। বাহাই জান নায়েব খাইল নামে পাকতিয়ার এক শিল্পী বলেন, ‘আগে আমাদের শিল্পকর্মের বাজার খুব ভালো ছিল, কিন্তু এক বছর হয়ে গেল ভালো বাজার গড়ে ওঠেনি। একটি পিসও বিক্রি করিনি এই সময়ে।’ আরেক শিল্পী মাশাল বলেন, ‘ক্যালিগ্রাফি ও পেইন্টিং চিত্রকর্মের বাজার এখন খারাপ। আমরা সব প্রতিষ্ঠানকে শিল্পীদের দিকে মনোযোগ দিতে বলছি।’ পাকতিয়ার তথ্য ও সংস্কৃতি অধিদপ্তর জানিয়েছে, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে। শিল্পী সম্প্রদায় আফগান সংস্কৃতিকে সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। সাংস্কৃতিক কর্মী খোজমান জাজাই বলেন, ‘শিল্প মানুষকে সুখী রাখে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বিশেষ করে

আমাদের সমাজে, আমাদের সমগ্র জীবন দুঃখের মধ্যে অতিবাহিত হয়েছে।’ তালেবানরা আফগান মাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিভিন্ন শিল্পী তাদের চিত্রকর্ম বা ভাস্কর্য ধ্বংস করে ফেলেছেন। দেশটিতে বর্তমানে গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জরুরি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। দুই কোটি ৩০ লাখের বেশি মানুষেরও সহায়তা প্রয়োজন এবং জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মানুষ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য গাজা ‘ছাড়ো নয় মরো’ জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান! সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫ বড় নয়, ধরা খেলেন ছোট ঋণখেলাপিরা ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জুম মিটিং ফের মাঠের ঐক্য চায় বিএনপি-জামায়াত