তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল

তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৪১
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীদের পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক ঘোষিত হচ্ছেন- এমন আভাস ছিল আগেই; তাই দ্বিতীয় অধিবেশনের শুরু থেকেই বসুরহাট জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকায় দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বসুরহাট বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল হয়েছে। এ সময় ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত থেকে মিছিলে নেতৃত্ব দেন- নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন বাদল, লুৎফুর রহমান মিন্টু, সামছুদ্দিন নোমান, যুবলীগ নেতা মাঈন উদ্দিন মামুন, আবদুল হাই ফরহাদ, হামিদ উল্যাহ হামিদ প্রমুখ। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর আর কেউ সাধারণ সম্পাদকের মতো বড় পদ পাননি। ওবায়দুল কাদের শুধু একবার নয় আওয়ামী লীগের ইতিহাসে সব রেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন অধিকার গৌণ হয়ে গেছে পাকিস্তান মডেলই টিকে আছে বড় জাতির কাছে সম্মান পেলাম না গুগল ডুডলে স্বাধীনতা দিবস যত নামি বিশ্ববিদ্যালয় তত বেশি টিউশন ফি সংলাপের চিঠি সরকারের নতুন কৌশল পুলিশি বাধায় ব্যাহত সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম কলার হালি ৬০, লেবু ৭০ টাকা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ব্রয়লার মুরগির দাম নিয়ে প্রতারণা রোজাদারের হৃদয়ে ঝরে রহমতের বৃষ্টি অমানিশা কাটিয়ে লাল সূর্য বঙ্গবন্ধুর গোপন মিশন যেদিন শুরু পিকে’র প্রতারণার জালে প্রভাবশালীরাও বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ইতিবৃত্ত বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক কে এই রাকিব? অব্যবহৃত ডাটা ও টকটাইম ফেরতের দাবি শাহবাজ সরকারের দমনপীড়নকে কাশ্মীরের নির্যাতনের সঙ্গে তুলনা ইমরান খানের