‘তৃণমূল বিএনপি’ যেভাবে এগোচ্ছে, বিএনপি দাঁড়াবে কোথায়: তথ্যমন্ত্রী – U.S. Bangla News




‘তৃণমূল বিএনপি’ যেভাবে এগোচ্ছে, বিএনপি দাঁড়াবে কোথায়: তথ্যমন্ত্রী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৩ | ৭:৫৮
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জোটের সমর্থন নিয়ে বিএনপি দুর্বার আন্দোলনের চেষ্টা করছে। তারা চাইছিল নির্বাচন ঠেকিয়ে দেবে, অথচ তাদের ১২ দলীয় জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। জোটের শরিকরা নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা দিচ্ছে। তিনি শঙ্কা প্রকাশ করেন, তৃণমূল বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি অগ্নিসন্ত্রাস ও বোমা নিক্ষেপের কর্মসূচি ঘোষণা করেছে। এগুলো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এর বিরুদ্ধে আপনারা

কলম ধরুন, কথা বলুন। তিনি বলেন, গত ২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি ৩২ সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। তাদের মধ্যে ২০ জনের বেশি বিএনপি বিটের সাংবাদিক। একজন সাংবাদিককে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে পেটানো হয়েছে। এ দেশে এক দিনে এত সাংবাদিক আহত হওয়ার ঘটনা আগে ঘটেনি। বিএনপির অফিস তালাবদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই তালা প্রশাসন দেয়নি, ওরাই তালা মেরে চলে গেছে। যাদের একটা তালা খোলার মানুষ নেই, তারা কীভাবে রাজনীতি করে। বিএনপির পুলিশ আমাদের অফিসে তালা দিয়েছিল, আমরা তালা ভেঙে ঢুকেছিলাম। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ১৮৬ সাংবাদিক ও তাদের পরিবারের হাতে ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এর আগে তথ্য ভবন কমপ্লেক্সে পুরোনো

ডিএফপি ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন করেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী