তাহলে আমি ছাড়া চলে না – U.S. Bangla News




তাহলে আমি ছাড়া চলে না

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৩ | ৫:১১
বাংলাদেশ দলের পারফরম্যান্সের চেয়েও গত তিন দিন টেস্টের আলোচনায় ছিল সাকিব আল হাসানের টানা বোলিং না করা। জাতীয় দলের কোচ, খেলোয়াড় কেউই অধিনায়কের পরিকল্পনা বুঝতে পারছিলেন না। বিদেশি ধারাভাষ্যকারদের কাছে ফিট সাকিবের বোলিং না করা রহস্যজনক। গতকাল টেস্ট শেষে এ নিয়ে প্রশ্ন হবে সেটিই স্বাভাবিক। সাকিব শুনলেন এবং বোলিং না করার কারণও ব্যাখ্যা করলেন পরোক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পারফরম্যান্সের খুঁটিনাটি নিয়েও কথা বলেন অধিনায়ক। প্রশ্ন: টেস্টে যেভাবে চেয়েছিলেন সেটা হয়েছে? সাকিব: আমি খেলা শুরুর আগে কিছুই চাইনি। অবশ্যই জিততে চেয়েছি ম্যাচটা। জিততে পেরেছি এতেই খুশি। প্রশ্ন: আয়ারল্যান্ডকে কতটা কৃতিত্ব দেবন? সাকিব: আয়ারল্যান্ড খুব ভালো খেলেছে গতকাল। প্রশ্ন: প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে এসেছেন, দ্বিতীয়

ইনিংসেও সেভাবে বোলিং করেননি। এর কোনো ব্যাখ্যা আছে কি? সাকিব: নাহ। ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই সবসময়। প্রশ্ন: বোলিংয়ে আসতেই হবে তা না। তবে যখন জুটি হয়েছে তখন আসা যেত কিনা? সাকিব: এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না। আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো। আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিন দিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে

সাধারণত তিন দিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও (শুক্রবার) ভালো উইকেট ছিল। প্রশ্ন: এই যে কৌশলটা দেখা গেল ৬ জন বোলার নিয়ে খেলা। এটাই কি ধরে রাখবেন? সাকিব: আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় দলগুলো এরকম অবস্থাতে আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে। প্রশ্ন: ইংল্যান্ডের সঙ্গে টি২০ জিতলেন, আয়ারল্যান্ডকে হারালেন,

বছরটা কেমন আশা করেন? সাকিব: আমি তো আগেই বলেছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে। যেহেতু গুরুত্বপূর্ণ বছর। বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে। অবশ্যই চাইবো পরের ছয় মাস যেন ভালোভাবে খেলতে পারি। প্রথম ছয় মাসের চার মাস খুব ভালো গেছে। অর্ধেক বছর আমরা ভালো করেছি, আশা করি। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাচ ওয়ানডে খেলবো...আমরা মনে করি এটি এমন এক ফরম্যাট যেটিতে আমরা মনে করি ভালো দল। প্রশ্ন: আইপিএলে যেতে না পারায় একটু কি মন খারাপ হয়েছে? সাকিব: না (মন খারাপ হয়েছে কিনা)। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, যেহেতু বিশ্বকাপের বছর। যেহেতু ‘ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি…’ প্রশ্ন: যেহেতু আইপিএলে গেলেন না, ডিপিএলে দেখা যেতে পারে? সাকিব:

ডিপিএল, সেটা সময়ই বলে দেবে, দেখি। প্রশ্ন: ওপেনিং স্লটে কি তামিমের সঙ্গে লিটনকেই ভাবা হচ্ছে? সাকিব: জল্পনা-কল্পনা নেই। যদি জাকির ফিট থাকত, তাহলে সে ওপেন করত। এখানে জল্পনা-কল্পনা নেই। যেহেতু জাকির ফিট ছিল না, আমাদের অন্য কাউকে ওপেন করাতে হয়েছে। নরমালি শান্ত তিনেই সবসময় ব্যাটিং করত। এবং করার কথাও। যদি জাকির থাকত সে প্রথম অপশন ছিল। আমাদের কাছে জয় ও সাদমানের অপশন ছিল। কিন্তু চিন্তা করেছি যেহেতু একজন বোলার বেশি নিতে হবে, সেহেতু একজন ব্যাটার কম নিয়েছি। প্রশ্ন: এখন বাংলাদেশ দলের বড় উন্নতিটা দেখেন কোথায়? সাকিব: মেন্টালি উন্নতিটা আমার মনে হয় সব থেকে বড় উন্নতি। আপনি যদি দেখেন, যখন টি২০ বিশ্বকাপ শেষ ম্যাচ খেলেছি,

তখনই আমরা আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই বিশ্বকাপের আগে পর্যন্ত নিজেদের অনেক ছোট দল মনে করতাম। আসলে আমরা ছোট দল ছিলাম না। আমরা যদি বিশ্বাস রেখে যেতাম, হয়তো সেমিফাইনাল খেলতাম। ওই জায়গাটাতে আমাদের ল্যাকিংস ছিল, এরপর থেকে আমাদের চিন্তা ছিল ওই জায়গায় বদলটা আনব। বিশেষত টি২০ দলে যারা ছিল তাদের ভেতরে মানসিক এই পরিবর্তন সবার ভেতর আছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী