তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব

তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৬
ঢাকার মাটিতে এই সপ্তাহে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। সিরিজের আগে আলোচনায় এসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরার খবর। যা এসেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখ থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন এবার। সাকিবের সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি বাঁহাতি ওপেনার তামিম। তবে দলে এর কোনো প্রভাব পড়ে না বলে জোড় দাবি করেন। বলে দেন, মাঠে খেলার বাইরের অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। ওয়ানডে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না। ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তামিম। তামিম বলেন, 'আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।' সাকিব-তামিম বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তাদের দ্বন্দ্ব নিশ্চয়ই দলের জন্যও খারাপ বার্তাই দেয়। এই সম্পর্ক কি ঠিক হওয়া সম্ভব? এমন প্রশ্নে তামিমের জবাব, 'সম্ভব সবকিছুই। এভ্রিথিং ইজ পসিবল।' তবে পাপনের সাক্ষাৎকারে উঠে এসেছে, এই দুজনের দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলেন খোদ বিসিবি সভাপতি। এর বাইরেও চেষ্টা চলেছে। একবার নাকি দুজন মুখোমুখিও হয়েছিলেন। তামিম সাড়া দিলেও সম্পর্ক ঠিক করার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না সাকিব। এ নিয়েও জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে তিনি বলেছেন, 'যা হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ দুজন। এটা ওই রুমেই আটকে থাকা দরকার। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না।'
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে… বাংলাদেশের ঋণমান কমিয়ে দিল মুডিস ইভাঙ্কা কি ট্রাম্পকে এড়িয়ে চলছেন? সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের এরদোগানের পুনঃনির্বাচনে কেমন হবে তুর্কি পররাষ্ট্রনীতি? সোলেমানের কাছেই শিরোপা হারানোর শঙ্কায় আবাহনী শিশুশিক্ষায় আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দল ও জোটের ঐক্যে জোর দেবে আ.লীগ সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে একমত বাইডেন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও ৮৪ জন হাসপাতালে