
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা

‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন

‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশের মানুষকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনার জন্য বিএনপি ২৭ দফা দিয়েছে।
দুলু বলেন, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে। দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে। ডলার, পাউন্ডের বিপরীতে টাকার মান কমেছে। বিদ্যুতের কুইক রেন্টালের নামে লক্ষ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার
করা হয়েছে। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে অনেক নেতা কানাডা, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, আমেরিকায় বাড়ি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সব অবৈধ কর্মকান্ড তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। জনগণের টাকা জনগণের কাছে আসবে এই সংস্কারের কথাই বিএনপি বলছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার নাটোর শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের মহাসড়কে সকাল ১০টায় গণমিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন
ছবি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ, হাই তালুকদার ডালিম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণমিছিলে অংশ নেন।
করা হয়েছে। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে অনেক নেতা কানাডা, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, আমেরিকায় বাড়ি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সব অবৈধ কর্মকান্ড তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। জনগণের টাকা জনগণের কাছে আসবে এই সংস্কারের কথাই বিএনপি বলছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার নাটোর শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের মহাসড়কে সকাল ১০টায় গণমিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন
ছবি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ, হাই তালুকদার ডালিম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণমিছিলে অংশ নেন।