
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং

চট্টগ্রামে মিতু হত্যা: চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেফতার

‘ভোটারদের বিতরণের জন্য রাখা বস্তাভরা টাকা গেল কই’

ড. ইউনূসকে ১২ কোটি টাকা পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ফের ৩ দিনের রিমান্ডে সেই চাঁদ

স্কুল কলেজ মাদ্রাসায় দুর্নীতিবাজের থাবা
‘ডান্ডাবেড়ির কারণে মায়ের লাশ কবরে নামাতে না পারা মানবাধিকার লঙ্ঘন’

গাজীপুরে বিএনপি নেতা আলী আজমকে ডান্ডাবেড়ি পরানোর কারণে তিনি তার মায়ের লাশ কবরে নামাতে পারেননি- এটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এ ঘটনায় এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা লজ্জা পাচ্ছি। এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়, দায়ী হচ্ছে ফ্যাসিবাদী সরকার।
শুক্রবার দুপুর ১টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের পাবুরিয়া চালায় আলী আজমের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান এবং তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় নেতারা গ্রেফতার আলী আজমের মায়ের কবর জিয়ারত করেন।
গয়েশ্বর রায় বলেন, আমরা অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি দাবি করছি। সুষ্ঠু পরিবেশে একটি নির্বাচন করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি। আমরা আবেদন করছি আপনারা শিগগিরই পদত্যাগ করুন এবং মানুষের ভোটাধিকার ফেরত দিন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, পৌর মেয়র মুজিব রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহাম্মেদ প্রমুখ।