ডলারে অস্থিরতায় টাকার মান কমার আশঙ্কা




ডলারে অস্থিরতায় টাকার মান কমার আশঙ্কা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৩ | ৭:৩১
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব বাংলাদেশে আরও পড়বে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ার কারণে ডলারের বাজারে অস্থিরতা থাকবে। এতে ডলারের বিপরীতে টাকার মান কমে যাবে। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় চলতি হিসাবে ঘাটতিও বাড়বে। এসব কারণে মূল্যস্ফীতির হারে চাপ বাড়বে। এ চাপের কারণে এ হার নিয়ন্ত্রণে রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি মন্দা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের ফলে বিনিয়োগ বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ডলারের সংকট কিছুটা কমে আসবে। আগের বছরের তুলনায় ডলারের দাম বৃদ্ধির প্রবণতাও কিছুটা কমবে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘বার্ষিক রিপোর্ট ২০২১-২২’ শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতি নিয়ে

এমন শঙ্কা ও সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অর্থবছর শেষ হওয়ার সাড়ে ৬ মাস পর কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করল। আগে এটি অর্থবছর শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই প্রকাশ করা হতো। প্রতিবেদনে বিদায়ি বছরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি অর্থবছরের অর্থনীতি সম্পর্কে আগাম কিছু শঙ্কা ও সম্ভাবনার চিত্রও তুলে ধরা হয়েছে। তবে গত অর্থবছর যেভাবে ডলারের বিপরীতে টাকার মান কমেছে, সেভাবে চলতি অর্থবছরে কমবে না। ডলারের সংকটও আগের মতো প্রকট হবে না। কিছুটা কমে আসবে। প্রতিবেদনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সতর্ক ও বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ

গ্রহণ কমিয়ে মুদ্রা বাজারের অন্যান্য উপকরণগুলো ব্যবহার করে ঋণ নেওয়ার সুপারিশ করা হয়েছে। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি কিছু খাতে কৃচ্ছ সাধনের দিকেও নজর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আগের বছরের তুলনায় বাড়বে। এর মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণ পঞ্চিমাঞ্চলে বিনিয়োগের দুয়ার খুলবে। ওইসব অঞ্চলে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের গতি বাড়বে। এর মাধ্যমে দেশের রপ্তানি আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার সন্ধান করতে হবে। অন্যান্য পণ্য রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিতে হবে। এর মধ্যে জুতা, প্রকৌশল পণ্যেও বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ আকৃষ্ট করার দিকে নজর দিতে হবে।

একই সঙ্গে অভ্যন্তরীণ মুদ্রানীতি ও রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক মন্দার ধাক্কা সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। যাতে আমদানির ওপর চাপ কমে যায়। একই সঙ্গে কমবে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপও। কারণ খাদ্য আমদানি করলে আমদানিতে চাপ বেশি বাড়ে। একই সঙ্গে অপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করার ধারা অব্যাহত রাখার পক্ষে মত দেওয়া হয়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক উৎপাদন খাতে ঋণের জোগান বাড়ানোর সুযোগ বাড়িয়েছে। যাতে রপ্তানি ও উৎপাদন খাত উপকৃত হয়। উৎপাদন বাড়ানো সম্ভব হলে মন্দা মোকাবিলা অনেকটা সহজ হবে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপও সহনীয় হবে। প্রতিবেদনে আরও বলা

হয়, মেগা প্রকল্পগুলো উৎপাদনে গেলে বিদ্যুতের আমদানির চাপ কমবে। এ খাতে ঘাটতিও কমবে। তখন শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জোগান সম্ভব হবে। যা অর্থনীতিকে স্তিতিশীল রাখতে ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়তে শুরু করেছে। যা আগামীতে শিল্প ও রপ্তানি খাতের চাকাকে সচল রাখবে। বিদায়ি বছরে বৈদেশিক মুদ্রার আয়-ব্যয়ে বড় ঘাটতির কারণে চলতি হিসাবে ঘাটতি বেড়েছে। এতে দেশের রিজার্ভ কমেছে। যা ডলারের বিপরীতে টাকার মানকে অস্থিতিশীল করে তুলেছিল। এ প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। এতে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে চলতি বছরেও নানা পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে

বাড়ানো হবে তদারকি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি