টেকনাফে ১৪ আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

টেকনাফে ১৪ আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৩ | ৬:৩০
কক্সবাজারের টেকনাফের নাফ নদের খড়ের দ্বীপে কোস্টগার্ড সদস্যরা দীর্ঘ ৯ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ১৪ আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গুলি, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ছয়জন সশস্ত্র ডাকাত আটক করেছেন। মঙ্গলবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশান কমান্ডার লে. কমান্ডার মো. মহিউদ্দিন জামান। আটকেরা হলেন রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প ১৩-এর হোসেন আহমেদের ছেলে মো. ইব্রাহিম (২৩), উনচিপ্রাং রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প ২২-এর নুরুল ইসলামের ছেলে মো. আমিন (৩৩), ক্যাম্প ১৩-এর সুলতান আহমেদের ছেলে মো. আরিফ (৩৩), ক্যাম্প ১৩-এর নূর হাকিমের পুত্র মো. মাহমুদুর রহমান (১৮), ক্যাম্প- ২২-এর হাশেমের ছেলে মো. কানিজ (২৪) ও বালুখালী ক্যাম্প ১৪-এর সৈয়দ আহমেদের মো. নবী হোসেন (২৮)। কমান্ডার মো. মহিউদ্দিন জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদের মোহনায় সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশান কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। ডাকাত দল কোস্টগার্ডের অবস্থান জানতে পারে তাদের বোট দিয়ে দ্রুত নাফ নদের মোহনা দিয়ে টেকনাফের দিকে পালাতে থাকে। ওই সংবাদ সেন্টমার্টিন কোস্টগার্ড কর্তৃক টেকনাফ স্টেশনকে অবগত করলে টেকনাফ স্টেশন কার্যালয় থেকে চৌকস একটি অভিযানিক টিম নিয়ে ওই ডাকাতদের ধাওয়া করলে একপর্যায় ডাকাতের বোটটি রংগীখালীর নিকটবর্তী খড়ের দ্বীপে ডাকাত দলকে নামি দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে চলে যায়। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের মধ্যে লুকিয়ে থাকে। তিনি আরও জানান, পরে কোস্টগার্ড সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশনের অভিযানিক দল দ্বীপটির চতুর দিক হতে ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের আস্তানা হতে ৬ জন সশস্ত্র ডাকাতকে আটক করে। পরে ডাকাত সদস্যদের তথ্যের ভিত্তিতে খড়ের দ্বীপের বনে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৩টি একনলা বন্দুক, ২টি এলজি, একটি শটগান, ৬টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ৪৫০টি তাজা গোলা, ৩৬ টি ফাঁকা গোলা, ৪টি রাম দা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যানবিয়ার, ৭ সেট ডাকাতি কাজে ব্যবহারত পোশাক, ১টি হ্যান্ডকাপ, ১টি লেন্ড ফোন ও ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধার মালামাল আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায়: তথ্যমন্ত্রী মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ২৩ আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব-লিটনরা! প্রীতি ম্যাচে সিশেলসকে হারিয়েছে বাংলাদেশ অগ্নিপরীক্ষায় বিএনপি, শঙ্কা নতুন ‘উকিল’ লাশ বস্তায় ভরে গাড়িতে তুলে সটকে পড়ে মমিন দেশে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল বানাতে চান সাকিব জনগণকে মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার ডাক ইমরানের আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি: আইজিপি ইমরানের সমাবেশের আগে সাঁড়াশি অভিযান, বন্ধ সব প্রবেশপথ প্রতিটি ছবি মুক্তির পরই বউয়ের হাতে মার খান ইমরান হাশমি! নারীর এগিয়ে চলা প্রকল্প ঐতিহাসিক যে মসজিদে এখন আর নামাজ আদায় হয় না ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি রোগাক্রান্ত ব্যক্তি কীভাবে রোজা রাখবেন? সিরিয়ায় প্রতিদিন মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু রমজানে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি: মির্জা ফখরুল