টি-টোয়েন্টির বর্ষসেরার লড়াইয়ে সেরা চারে আছেন যেসব ক্রিকেটার – U.S. Bangla News




টি-টোয়েন্টির বর্ষসেরার লড়াইয়ে সেরা চারে আছেন যেসব ক্রিকেটার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২২ | ৯:৫১
টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনে চারজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। চারজনের সেই তালিকায় স্থান পেয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের স্যাম কারান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। মূলত ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারেই এই অ্যাওয়ার্ডস দিয়ে থাকে আইসিসি। এক বছরে হাজার রানের বেশি করা দ্বিতীয় ব্যাটার ছিলেন সূর্য। দুর্দান্ত ব্যাটিংয়ে পুরো বছরই আলো ছড়িয়েছেন। এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ এক হাজার ১৬৪। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও তার দখলে (৬৮)। এই বছর দুটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি করেছেন। সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে ৫৫ বলে ১১৭ রানের

ইনিংসটি; যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বর্ষসেরার লড়াইয়ে থাকা ইংলিশ পেসার স্যাম কারানের পারফরম্যান্সও কম আলোচিত নয়। ১৯ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ফাইনালেও ম্যাচসেরা হয়েছেন। স্মরণীয় পারফরম্যান্স বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই। ১২ রানে ৩ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে অবদান রেখেছেন। পুরোটা বছর বিধ্বংসী ব্যাটিংয়ে আলোচনায় ছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও। ব্যাট-বলে দলকে জেতাতে সমানভাবে ভূমিকা রেখেছেন। ১৫০ এর ওপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট হাতে এই বছরে তার সংগ্রহ ছিল ৭৩৫ রান। নিয়েছেন ২৫টি উইকেট। তবে সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। বল হাতে ২৫ রানে ৩ উইকেট ও শেষ বলে রানআউটে অবদান রেখে ১ রানের

ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় থাকা মোহাম্মদ রিজওয়ান অবশ্য সূর্যকুমারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করেছেন। ২৫ ম্যাচ খেলে ৯৯৬ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। হাফসেঞ্চুরি ছিল ১০টি। সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ৫১ বলে তার ৮৮ রানের বিস্ফোরক ইনিংসে পাকিস্তান ২০০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে কোনো উইকেট না হারিয়ে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে