
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ

সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ

মিথিলার সঙ্গে সৃজিতের বন্ধন নড়েবড়ে

সাবেক স্বামীর কাছেই কি ফিরে যাচ্ছেন কারিশমা?

সবাইকে খুশি করে চলা সম্ভব না: শাকিব খান

মিথিলাকে ডিভোর্স দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সৃজিত

হলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী
টম ক্রুজের প্রেমের আহ্বানে যা বললেন শাকিরা

আবারো প্রেমের গুঞ্জন পপ সিঙ্গার শাকিরাকে নিয়ে। এবার নাকি শাকিয়ার প্রেমে মজেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। কাছের ক’জনকে শাকিরার প্রতি টান অনুভব করার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
এর আগে কার রেসার লেইস হ্যামিল্টনের সঙ্গে শাকিরা প্রেমে জড়াতে পারেন এমন গুঞ্জন ছিল। তাদের দু’জনের ভালো বন্ধুত্ব এবং বাইরে ঘুরতেও দেখা গেছে। তবে হ্যামিল্টনের সঙ্গেও বিশেষ কোনো সম্পর্ক নেই বলে শাকিরার কাছের সূত্র পরিষ্কার করে দিয়েছে।
কয়েক সপ্তাহ আগে টম ক্রুজের সঙ্গে আড্ডা দিয়ে নতুন করে সম্পর্কের প্রশ্নে জড়ালেন তিনি। মায়ামির গ্রান্ড পিক্সে ক’জন তারকার সঙ্গে আড্ডা দেন পপ সিঙ্গার শাকিরা, সেখানে টম ক্রুজও ছিলেন। শাকিরার দুই সন্তানের সঙ্গে ক্রুজকে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায়।
তবে শাকিরার কাছের একজন সংবাদমাধ্যম ডেইলি মিররকে এ বিষয়ে খোলামেলা জানান। মিরর জানিয়েছে, শাকিয়ার সঙ্গে সম্পর্কে জড়াতে খুবই আগ্রহী ক্রুজ। কারণ তার প্রতি বাড়তি টান অনুভব করছেন এই অভিনেতা। হৃদয় জিততে ছুটছেন তিনি। কিন্তু তাকে বন্ধুর বাইরে কিছুই ভাবতে রাজি নন কলম্বিয়ান সিঙ্গার।
শাকিরা বলেন, টম ক্রুজ অসাধারণ অভিনেতা, মানুষ হিসেবে ভালো। তবে তিনিও পরিষ্কার করতে চান যে, বন্ধুর বাইরে ক্রুজকে কিছু ভাবছেন না তিনি। সম্পর্কের প্রশ্নে তিনি ক্রুজের মতো একজনকে বিড়ম্বনায় ফেলতে চান না।