ঝিনাইদহে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা – U.S. Bangla News




ঝিনাইদহে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৩ | ৭:৫৯
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামীমকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির শুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার গোলাম রসুলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাতে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসেন শামীম। পরে রাতের খাবার পেয়ে বাইরে বের হন। এরপর আর তার খোঁজ মেলেনি। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে খালের সাঁকোর নিচে শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে

এসে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরুজ্জামান শামীমের ছেলে মাহিন জানান, এশার নামাজ পড়ে তার বাবা বাসায় আসার পর মোবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। হরিণাকুণ্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, শামীমকে কে বা কারা ধরে নিয়ে গেছে লোকজনের মুখে এমন খবর শুনে তাকে খুঁজতে বের হই। পরে বাড়ির সামনে খালের ওপর একটি সাঁকোর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আল-আমীন জানান, নিহতের বুকের বাঁপাশে গুলির চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে- অন্তত দুই ঘণ্টা আগে তাকে গুলি করা হয়েছে। ফলে

প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী