জ্যাকলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা ফাতেহি

জ্যাকলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা ফাতেহি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ১১:১৩
বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। ২০০ কোটি টাকার আর্থিক ঘুসের মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এই সুন্দরীর। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা। নোরার দাবি- জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে, কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়াচ্ছে কেন? সোমবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ কোটি টাকা আর্থিক ঘুসের ঘটনায় কয়েক মাস আগে জ্যাকলিনের সঙ্গে নোরাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কনম্যান সুকেশ চন্দ্র শেখর মূল সন্দেহভাজন হলেও তার সঙ্গে যোগসাজশ থাকার কারণে এই দুই অভিনেত্রীকেই তলব করা হয়। তবে বেশি বেকায়দায় পড়েন জ্যাকলিন। কারণ সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পান জ্যাকলিন। এতে ফেঁসে যান অভিনেত্রী। সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকলিনের এক বয়ান। যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফাতেহিও আছেন। শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে? আর এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। অকারণে তাকে হেনস্তা করতে চাইছেন জ্যাকলিন। নোরা আরও বলেন, জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। একই অতীত। যা করছে, ঠিক আছে; কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো হচ্ছে কেন? সেই সঙ্গে নিজেকে এ মামলা থেকে মুক্ত করার আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে আর্থিক ঘুসের এ মামলায় সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন জ্যাকলিন। আইনজীবী জানান, এখনো পর্যন্ত ইডির তরফে সম্পূর্ণ চার্জশিট জ্যাকলিনের হাতে এসে পৌঁছায়নি। বিচারপতি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ল্লেখ্য, মামলাটিতে অন্তর্বতী জামিনে ছাড়া পেলেও ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে শ্রীলংকার এই সুন্দরীকে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা