‘জোট ভেঙে ১২ দল করেও এগোতে পারবে না বিএনপি’

‘জোট ভেঙে ১২ দল করেও এগোতে পারবে না বিএনপি’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২২ | ৯:৫৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের ২০ দলীয় জোট ভেঙে ১২ দল করেও এগোতে পারবে না। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘বিএনপি আন্দোলন-সংগ্রাম করার জন্যই ২০ দলীয় জোট করেছিল। তারা দেখতে পেল যে, ২০ দলীয় জোটের গাড়ি মোটেও এগোয়নি। এখন ২০ দল ভেঙে ১২ দল করলে আরও এগোবে না, পিছিয়ে যাবে।’ ‘যে ১২ দলের কথা বলা হচ্ছে তাদের অনেক দল অনভিজ্ঞ এবং এই ১২ দলীয় জোটের সম্মিলিত শক্তি আমাদের একটা থানায় কিংবা ঢাকা শহরের একটা ওয়ার্ডের শক্তির চেয়েও অনেক ক্ষেত্রে কম। সুতরাং এগুলো আসলে জনগণ বিবর্জিত রাজনীতিবিদদের প্ল্যাটফর্ম ছাড়া অন্য কিছু নয়।’ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে প্রশ্নের জবাবে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং আওয়ামী লীগের প্রত্যেক কর্মী-সমর্থক চান জননেত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দলকে নেতৃত্ব দিয়ে যাবেন। তিনি শুধু দলকে নেতৃত্ব দিয়ে যাবেন সেটি নয়, আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প আজকে বাংলাদেশে নেই। তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একটি অনুন্নত দেশকে আজ যেভাবে উন্নয়শীল দেশে উন্নীত করেছেন, উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রাণান্তর প্রচেষ্টা, আজকে বিশ্ব সম্প্রদায় সেটির প্রশংসা করছে। তার বিকল্প আওয়ামী লীগে কেউ নেই।’ এ সময় সাংবাদিকরা বারবার পদ নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী, তিনিই আমাদের সুপ্রিম লিডার। কে কোন পদে থাকবেন তিনিই ঠিক করবেন।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত নগর গড়ার প্রতিশ্রুতি খোকনের জন্মদিনে কুকুরকে ২১ লাখ টাকার বাড়ি উপহার ‘হাসির স্কুলে’ ভর্তি হচ্ছেন জাপানিরা ৭৫৫ বছরের পুরোনো মসজিদ ফের চালু ‘হোমগ্রোন’ ফর্মুলা চায় যুক্তরাষ্ট্র বিদেশে বসেই নিয়ন্ত্রণ আন্ডারওয়ার্ল্ড ওয়ারীতে গ্যাসলাইনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বে-ক্রসিং অনুমতিবিহীন লাইটারে অনীহা আমদানিকারকদের ৩১৪ প্রকল্প শেষ করাই চ্যালেঞ্জ ইচ্ছাকৃত কর ফাঁকিতে সর্বোচ্চ ৫ বছর দণ্ড দাবদাহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা, ঘরে থাকার পরামর্শ পাঁচ দিনের মধ্যে সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস গ্রেফতার এড়াতে আদালতে পিটিশন বুশরা বিবির লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি’র হারিকেন মিছিল প্রচারে সরব নৌকা ঢিলেঢালা লাঙ্গল গোলাপ হাতপাখা জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা চাই ভোটের হাওয়া বইছে জাতীয় পার্টিতে নাচোলে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত এ মাসের মধ্যেই বিদ্যুত সমস্যার সমাধান: সংসদে প্রতিমন্ত্রী অজয়ের কারণে আজও অবিবাহিত টাবু!