জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৫:০৮ 38 ভিউ
জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে গিয়ে এক পুলিশ কর্মকর্তার ‘রাজনৈতিক বক্তব্য’ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে ওই বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-৭ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় খাবার বিতরণ করেন আয়োজকরা। এর আগে ঢাকা-৭ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সহকারী কমিশনার শাহ আলমকে পুলিশের পোশাক

পরা অবস্থায় বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে– এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব।... এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।’ তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা–সমালোচনা চলছে, সবাই নানারকম মন্তব্য করছেন। তারা বলছেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বা

বক্তব্য দিতে পারেন না। এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছিলাম। হঠাৎ আমাকে বক্তব্য দিতে অনুরোধ করা হয়। তখন আমি এতিমদের উদ্দেশে কথা বলি। এর ধারাবাহিকতায় সৎ ও যোগ্য মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কিন্তু বক্তব্যের খণ্ডিত অংশ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, তাতে এটাকে রাজনৈতিক বলে মনে হচ্ছে। আমি সারাজীবন মানুষের ভালোর জন্য কাজ করেছি। সেখানেও আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’ পুলিশ কর্মকর্তার ‘রাজনৈতিক বক্তব্য’ দেওয়ার বিষয়ে জানতে লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে বারবার কল করে ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া মেলেনি। তবে বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’

বলে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ গত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা, নির্বিচার গুলি-হত্যা এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী জামায়াত-শিবির এনসিপি প্রতিরোধে গোপালগঞ্জে গৃহবধূ-বৃদ্ধা-কিশোরীরাও রাজপথে এপিসিতে চড়ে গোপালগঞ্জে জনরোষ থেকে পালিয়ে বাঁচলেন এনসিপি নেতারা ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নিহত ২১ ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এআই ও ভুয়া তথ্য যেভাবে কোলেস্টেরল কমাবেন ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ ‘কোথায় থাকব, কে আশ্রয় দেবে জানি না’ সিরিজ জয়ে চোখ বাংলাদেশের চাকরি জীবনে একবার গুরুদণ্ড পেলে ওসি হতে পারবেন না পাহাড়ে ফলের নতুন ভান্ডার