ছাত্রদল নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যে নয়: ডিবি




ছাত্রদল নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যে নয়: ডিবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৮:১০
­সম্প্রতি ছাত্রদলের সাত নেতাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এ বিষয়ে বিএনপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে ছাত্রদল নেতাদের অস্ত্র দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অস্ত্র-গুলিসহ সাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যে ১১টি অস্ত্র কেনার জন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে অর্ডার করেছেন, সেটি প্রমাণিত।’ গত ১৮ আগস্ট রাজধানীর আজিমপুর থেকে ছাত্রদলের ছয় নেতা নিখোঁজ হন। পরদিন চারটি অস্ত্রসহ তাদের গ্রেপ্তার দেখায় ডিবি। এ ছাড়া ডিবি ২২ আগস্ট কলাবাগানের হাতিরপুল থেকে ছাত্রদলের সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে

জানায়। এ বিষয়ে গতকাল ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘ডিবি অস্ত্রধারী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এটা চলমান থাকবে। অস্ত্রধারীরা কোনো দলের হতে পারে না।’ অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রদলের ওই সাত নেতাকে দলীয়ভাবে বহিষ্কার করা উচিত বলে মনে করেন তিনি। হারুন অর রশীদের দাবি, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথোপকথন হয়েছে। অস্ত্র কোথায় ব্যবহার হবে, সেই তথ্যও ডিবির কাছে রয়েছে। মাসুম নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল দখলে অস্ত্র ব্যবহার করা হবে। রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা উদ্দেশ্য নয় দাবি করে ডিবিপ্রধান বলেন, অনেকেই বলার

চেষ্টা করছেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতাকর্মীকে হয়রানির উদ্দেশ্যে অভিযান পরিচালনা হচ্ছে। এটা রাজনৈতিক কথাবার্তা। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য গাজা ‘ছাড়ো নয় মরো’ জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান! সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫ বড় নয়, ধরা খেলেন ছোট ঋণখেলাপিরা ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জুম মিটিং ফের মাঠের ঐক্য চায় বিএনপি-জামায়াত