ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারাগারে ৭ম শ্রেণির ছেলে, পুলিশ হেফাজতে বাবার মৃত্যু: হ্নীলায় এক পরিবারের করুণ ট্র্যাজেডি
ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা
যুবলীগ নেতার শিশুকন্যার কবর ভাঙচুরের অভিযোগ স্থানীয় যুবদলের বিরুদ্ধে
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক
রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা
ডা. রাশেদুল হক একজন চিকিৎসক
চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি
কুমিল্লার দেবিদ্বারে মেশিনগানের ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
গতকাল ১৫ই অক্টোবর, বুধবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রাম থেকে এই গুলি উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, এদিন সকালে বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মো. রশীদুল ইসলামের বাড়ির রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরির কাজ চলছিল। একপর্যায়ে ২ ফিট মাটি খোঁড়ার পর একটি সাদা পলিথিনে মোড়ানো বেশ কিছু গুলি দেখতে পান বাড়ির লোকেরা।
বিষয়টি তাৎক্ষণিক তারা দেবিদ্বার সেনা ক্যাম্পে জানালে খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। বিকেল ৩টায় তারা সেখান থেকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে।
তারা ধারণা করছেন এসব মেশিনগানের গুলি। এর বেশি বিস্তারিত আর জানা যায়নি। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় মেশিনগানের ৭১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি উদঘাটনে তদন্তের কাজ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তারা ধারণা করছেন এসব মেশিনগানের গুলি। এর বেশি বিস্তারিত আর জানা যায়নি। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় মেশিনগানের ৭১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি উদঘাটনে তদন্তের কাজ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



