চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত – U.S. Bangla News




চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৪০
চীন থেকে বাংলাদেশে আসা চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক। সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বিকাল ৩টা ২০ মিনিটে চীন থেকে আরটিপিসিআর পরীক্ষা করে আসা দেশটির চারজন নাগরিক বিমানবন্দরে আসেন। চারজনই চীনের অধিবাসী। তাদের মধ্য একজনের কান লাল হওয়াসহ কিছু উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিক র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করা হয়। অ্যান্টিজেন টেস্টে চারজনই পজিটিভ হন। ফলে তাদের দ্রুত মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও আরটিপিসিআর পরীক্ষা করে তবেই বলা

যাবে তারা করোনা পজেটিভ না নেগেটিভ। কারণ অনেক সময় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে শতভাগ করোনা পজিটিভ শনাক্ত হয় না। এছাড়া তাদের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন। পরে আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ডিএনসিসি হাসপতালে আসছে শুনেছি। বিমানবন্দর কর্তৃপক্ষও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা পজিটিভ হলে করোনাভাইরাস আক্রান্ত বলে ধরে নেওয়া যায়। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করব। কারণ এক্ষেত্রে নমুনা সংগ্রহের পদ্ধতি আলাদা। বিশেষভাবে সংগ্রহ করতে হয়।

নমুনা পরীক্ষার ফলাফল পেতে চার-পাঁচ দিন লেগে যেতে পারে। ফলাফলটা সংগৃহীত নমুনার ওপর নির্ভর করে। তবে দ্রুত ফলাফল পাওয়ার চেষ্টা করা হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী