চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৪০
চীন থেকে বাংলাদেশে আসা চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক। সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বিকাল ৩টা ২০ মিনিটে চীন থেকে আরটিপিসিআর পরীক্ষা করে আসা দেশটির চারজন নাগরিক বিমানবন্দরে আসেন। চারজনই চীনের অধিবাসী। তাদের মধ্য একজনের কান লাল হওয়াসহ কিছু উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিক র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করা হয়। অ্যান্টিজেন টেস্টে চারজনই পজিটিভ হন। ফলে তাদের দ্রুত মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও আরটিপিসিআর পরীক্ষা করে তবেই বলা যাবে তারা করোনা পজেটিভ না নেগেটিভ। কারণ অনেক সময় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে শতভাগ করোনা পজিটিভ শনাক্ত হয় না। এছাড়া তাদের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন। পরে আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ডিএনসিসি হাসপতালে আসছে শুনেছি। বিমানবন্দর কর্তৃপক্ষও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা পজিটিভ হলে করোনাভাইরাস আক্রান্ত বলে ধরে নেওয়া যায়। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করব। কারণ এক্ষেত্রে নমুনা সংগ্রহের পদ্ধতি আলাদা। বিশেষভাবে সংগ্রহ করতে হয়। নমুনা পরীক্ষার ফলাফল পেতে চার-পাঁচ দিন লেগে যেতে পারে। ফলাফলটা সংগৃহীত নমুনার ওপর নির্ভর করে। তবে দ্রুত ফলাফল পাওয়ার চেষ্টা করা হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন অধিকার গৌণ হয়ে গেছে পাকিস্তান মডেলই টিকে আছে বড় জাতির কাছে সম্মান পেলাম না গুগল ডুডলে স্বাধীনতা দিবস যত নামি বিশ্ববিদ্যালয় তত বেশি টিউশন ফি সংলাপের চিঠি সরকারের নতুন কৌশল পুলিশি বাধায় ব্যাহত সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম কলার হালি ৬০, লেবু ৭০ টাকা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ব্রয়লার মুরগির দাম নিয়ে প্রতারণা রোজাদারের হৃদয়ে ঝরে রহমতের বৃষ্টি অমানিশা কাটিয়ে লাল সূর্য বঙ্গবন্ধুর গোপন মিশন যেদিন শুরু পিকে’র প্রতারণার জালে প্রভাবশালীরাও বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ইতিবৃত্ত বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক কে এই রাকিব? অব্যবহৃত ডাটা ও টকটাইম ফেরতের দাবি শাহবাজ সরকারের দমনপীড়নকে কাশ্মীরের নির্যাতনের সঙ্গে তুলনা ইমরান খানের