চাঁদের মাটি ছোঁয়ার ভিডিও পাঠাল চন্দ্রযান-৩




চাঁদের মাটি ছোঁয়ার ভিডিও পাঠাল চন্দ্রযান-৩

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৩ | ১১:০৭
চন্দ্রযান-৩ চাঁদে সফল অবতরণের পর এবার প্রথম ভিডিও পাঠিয়েছে। এতে ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটি ছুঁতে দেখা যায় রোভার প্রজ্ঞানকে। এটি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। খবর এনডিটিভির। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এরপর প্রথম সেলফি তুলে শেয়ার করেছে যানটি। এর কয়েক ঘণ্টা পর চাঁদে ধুলোর ঝড় থামে। এরপর ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। বর্তমানে এই রোভার চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও খনিজের নমুনা সংগ্রহ করছে। ইসরোর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিক্রমের পাঠানো দুটি ভিডিও শেয়ার করা হয়েছে। যার

মধ্যে একটি ৩০ সেকেন্ডের, অন্যটি দুই মিনিট ১৭ সেকেন্ডের। এসব ভিডিওতে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে অবতরণ করতে দেখা যায়। ওই সময়ে সেলফির ভঙ্গিতে ভিডিও ধারণ করে পাঠিয়েছে বিক্রম। একটি ভিডিওতে দেখা যায়, ধীরগতিতে ল্যান্ডার বিক্রমের র‌্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিওর ক্যাপশনে ইসরো লিখেছেÑএভাবে ল্যান্ডারের র‌্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান-৩ এর রোভার। এর আগে বৃহস্পতিবার ইসরোর পক্ষ থেকে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কয়েক ঘণ্টা পর সুরক্ষিতভাবে চাঁদের বুকে অবতরণ করেছে প্রজ্ঞান। আর সেই নেমে আসার ভিডিও রেকর্ড করেছে ল্যান্ডার বিক্রম। এতে দেখা যায়, প্রজ্ঞান রোভারের সোলার প্যানেলের ওপর সূর্যালোক পড়েছে। তার ছায়াও চাঁদের পৃষ্ঠে পড়েছে। ভিডিও দেখে

ধারণা করা হচ্ছে, ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে তুলনামূলকভাবে সমতল জায়গায় অবতরণ করেছে। এর ফলে চাঁদের খানাখন্দ এড়িয়ে সমতলপৃষ্ঠে ঘুরে বেড়াতে পারবে রোভার প্রজ্ঞান। জানা যায়, রোভার প্রজ্ঞান ১৪ দিন চাঁদের বুকে ঘুরে বেড়াবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাঠাবে ইসরোতে। সৌরশক্তির সাহায্যে এটি কাজ করছে। পৃথিবীর হিসাবে চাঁদের মাস হয় ২৮ দিনে। সেখানে ১৪ দিন রাত, আবার ১৪ দিন সূর্যের আলো থাকে। বুধবার থেকে চাঁদের দক্ষিণ মেরুতে ১৪ দিন ধরে সূর্যের আলো থাকবে। তাই এই সময়কেই অবতরণের জন্য বেছে নিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। কয়েকদিন আগে রুশ চন্দ্রযান লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে নামতে গিয়ে ভেঙে পড়েছে। যে কোনো রকমের বিপর্যয় এড়াতে ইসরো এবার অনেক

সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিক্রমের চাঁদে নামার মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে থাকলেন কোটি কোটি মানুষ। এর আগে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ মহাকাশযান চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল। আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রায় চার বছর পর এসে চন্দ্রযান-৩ অভিযানে পুরোপুরি সফল হলো দেশটি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় সপ্তম দফায় মুক্তি পেলেন ৩৮ জন ঢাকা-১ আসন বদলে যাচ্ছে নির্বাচনি মাঠের চিত্র এবার নির্বাচনে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পড়বে দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্ব এইডস দিবস আজ আক্রান্তরাও জন্ম দিচ্ছেন সুস্থ সন্তান মহান বিজয়ের মাস শুরু দ্বাদশ সংসদ নির্বাচন: ঋণখেলাপিদের ঠেকাতে আপত্তি জানাবে ব্যাংক ঐক্যবদ্ধ আন্দোলনে রাজি বিএনপিসহ ৩৯ দল নভেম্বরে রিজার্ভ কমেছে ১২৬ কোটি ডলার ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু তিনশ আসনে মনোনয়ন জমা ২৭৪১ প্রার্থীর, ভোটে গেল ৩০ দল মনোনয়ন জমা: উৎসবমুখরের পাশাপাশি ভঙ্গ আচরণবিধিও কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র দাখিল সময়মতো পাঠ্যবই প্রকাশ রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার নতুন অস্ত্র আইইডি এবি ব্যাংকের ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ মামলা রাজশাহী অঞ্চলে হিযবুত তাহরীরের ২ সংগঠক গ্রেপ্তার নিয়োগে অনিয়ম তুলে ফেসবুকে পোস্ট, চিকিৎসক বরখাস্ত