
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

জিপিএ-৫ এর মিথ্যা আশ্বাস ৮১৬ শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করে দিলেন শিক্ষকরাই

জবিতে প্রথম নারী উপাচার্য

অষ্টম নবমের ৬ বইয়ের পাণ্ডুলিপিই হয়নি

জিপিএ-৫ নিয়েও উৎকণ্ঠায় শিক্ষার্থীরা সামনে অপেক্ষা কঠিন ভর্তিযুদ্ধ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

এইচএসসির ফল কাল, জানবেন যেভাবে

নতুন শিক্ষাক্রম বাতিল চান অভিভাবকরা
চট্টগ্রামের স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই

নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধ। এবারও হবে বই উৎসব। ২০২৩ সালের বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পাঠ্যবই। চট্টগ্রামের স্কুলে স্কুলে সেই বই পাঠানোর কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, প্রাইমারি, ইবতেদায়ী, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় ন্যাশনাল কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৮৭টি। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১০ হাজার। বইয়ের চাহিদা রয়েছে ১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি। ডিসেম্বর মাসের শুরু থেকেই ঢাকা থেকে বই আসতে শুরু করে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে বইগুলো সংরক্ষণ করা হয়। এখন শুরু হয়েছে স্কুলে স্কুলে পাঠানোর কাজ।
বুধবার চট্টগ্রামের খাস্তগীর বালিকা
উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনের ব্যবস্থাপনায় বই প্রেরণের মহাব্যস্ততা। ওই স্কুলের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হবে। স্কুলের একাধিক কক্ষে রাখা হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সেজন্য এখন চলছে কর্মব্যস্ততা।
উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনের ব্যবস্থাপনায় বই প্রেরণের মহাব্যস্ততা। ওই স্কুলের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হবে। স্কুলের একাধিক কক্ষে রাখা হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সেজন্য এখন চলছে কর্মব্যস্ততা।