ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছেন রাহুল

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ করছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। সেপ্টেম্বর রাহুল গান্ধী এই যাত্রা শুরু করেছিলেন।
শনিবার দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছেছে। আর এখানে এসেই রাহুল জানিয়ে দিলেন বিজেপি ও আরএসএসের তৈরি করা ‘ঘৃণার বাজারে ভালোবাসার দোকান’ খুলেছেন তিনি।
বিজেপি বনাম বিরোধী দলের এই সংঘাতের জেরে দিল্লিতে আদৌ ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে যাবতীয় জল্পনা উড়িয়েই শনিবার হরিয়ানা দিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।
কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, দলের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র এদিন যাত্রায় যোগ দিয়েছেন। এ ছাড়াও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং
হুডা, কুমারী সেলজা ও রণদীপ সূরজেওয়ালা। শোনা যাচ্ছে, শনিবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা দিল্লি সীমান্তে বদরপুরে যাত্রা এসে পৌঁছতেই দলের দিল্লি শাখার প্রধান অনিল চৌধুরী অসংখ্য কংগ্রেস কর্মীর সঙ্গে সেই যাত্রায় যোগ দেন। পরে সবার উদ্দেশে বার্তা দিতে গিয়ে রাহুল বলেন, বিজেপি ও আরএসএসের নীতিই হলো কেবল ঘৃণা ও ভয় ছড়ানো। আমরা এটা হতে দেব না। ঘৃণার বাজারেই আমি ভালোবাসার দোকান খুলেছি। উল্লেখ্য, এ কথা হরিয়ানাতেও বলতে দেখা যায় এই কংগ্রেস নেতাকে। এদিকে হরিয়ানা ছাড়ার আগে রাহুলের হাতে একটি শিবের মূর্তি তুলে দেন বোরকা পরিহিত এক মুসলিম
মহিলা। ছবিটি শেয়ার করা হয়েছে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈশ্বর আল্লা তেরো নাম।’
হুডা, কুমারী সেলজা ও রণদীপ সূরজেওয়ালা। শোনা যাচ্ছে, শনিবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা দিল্লি সীমান্তে বদরপুরে যাত্রা এসে পৌঁছতেই দলের দিল্লি শাখার প্রধান অনিল চৌধুরী অসংখ্য কংগ্রেস কর্মীর সঙ্গে সেই যাত্রায় যোগ দেন। পরে সবার উদ্দেশে বার্তা দিতে গিয়ে রাহুল বলেন, বিজেপি ও আরএসএসের নীতিই হলো কেবল ঘৃণা ও ভয় ছড়ানো। আমরা এটা হতে দেব না। ঘৃণার বাজারেই আমি ভালোবাসার দোকান খুলেছি। উল্লেখ্য, এ কথা হরিয়ানাতেও বলতে দেখা যায় এই কংগ্রেস নেতাকে। এদিকে হরিয়ানা ছাড়ার আগে রাহুলের হাতে একটি শিবের মূর্তি তুলে দেন বোরকা পরিহিত এক মুসলিম
মহিলা। ছবিটি শেয়ার করা হয়েছে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈশ্বর আল্লা তেরো নাম।’