গোপালগঞ্জে ট্রাক খাদে ॥ চালকসহ নিহত ২

গোপালগঞ্জে পাথর-বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক-চালক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের মুসা মৃধার ছেলে সজিব মৃধা (৩৩) এবং সহকারী সাহিন বিশ্বাস (৩২) ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ শাহ আলম জানিয়েছেন, পাথর-বোঝাই ট্রাকটি মাদারীপুরের টেকেরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই দু’জনের লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়। পরে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুনঃ