গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা: জেলা প্রশাসক – U.S. Bangla News




গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা: জেলা প্রশাসক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৯:৫৬
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে এখন পর্যন্ত ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আজ বুধবার সন্ধ্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনের মরদেহ আসে। আমরা তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি। এ ছাড়া ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১২ জন হাসপাতালের বার্ন ইউনিটে আছেন। নিহত ও আহতদের ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মমিনুর রহমান

বলেন, এখন পর্যন্ত আমরা মোট ২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছি। নিহতদের ৫০ হাজার, গুরুতর আহতের ২৫ হাজার এবং যারা সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের ১০ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জানান, আগামীকাল আহতদের বিছানায় বিছানায় গিয়ে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া রোগীর আত্মীয়-স্বজনদের খাদ্য ও যাতায়াত সহায়তা দিচ্ছি। কারো রক্তের প্রয়োজন হলে আমরা তাও ব্যবস্থা করে দিচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিস্ফোরণের ঘটনায় হাতহতদের আমরা সকল ধরনের সহায়তা দিচ্ছি। এটি চলমান থাকবে। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা

ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী