গুরুদাসপুরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মি নিহত, বিক্ষোভ সমাবেশ – U.S. Bangla News




গুরুদাসপুরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মি নিহত, বিক্ষোভ সমাবেশ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৯:৩১
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হাট ট্রাক-ট্যাংকলরী পরিবহন শ্রমিক অফিসে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় শ্রমিক নেতা ও যুবলীগ কর্মি হেলাল সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১০টার দিকে চাঁচকৈড় হাটে প্রকাশ্যে ওই হামলার ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার বিকেলে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। গুরুদাসপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁচকৈড় বাজার শ্রমিক অফিসে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আ- লীগ নেতা আরিফুল

ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারণ সম্পাদক সুবাশিস কবির, পৌর ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় ও শ্রমিক অফিস সূত্রে জানা যায়, পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার সাখাওয়াত সরদারের বড় ছেলে হেলাল সরদার (৩৩) ও তার ছোট ভাই শিশির সরদার (৩০) চাঁচকৈড় শ্রমিক অফিসে কর্মরত ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার আব্দুর রশিদের দুই ছেলে আকাশ (২১), তুহিন (১৮) ও বাজারপাড়ার জিল্লুর জামাদারের ছেলে তোহা জামাদার (১৮) এর নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শ্রমিক নেতা হেলাল ও তার ছোট ভাইয়ের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান হেলাল। কর্তব্যরত চিকিৎসক ডা. স্নিগ্ধা আকতার বলেন, হেলালের কাঁধে ও পিঠে উপর্যুপুরি আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। আহত শিশিরের বাম হাটু ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, নিহতের মা হেনা বেগম গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আসামী আকাশকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও তোহা এবং তুহিনকে চাঁচকৈড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ জানান, শ্রমিক নেতা হেলাল যুবলীগ কর্মি ছিলেন এবং তার ছোট

ভাই শিশির বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি হাটবাজারের ইজারা বিজ্ঞপ্তি কেনাকে কেন্দ্র করে গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের ওপর হামলার জের ধরে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে