গার্মেন্ট শ্রমিকদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ – U.S. Bangla News
গার্মেন্ট শ্রমিকদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ১০:২০
বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য নিয়মিত মনিটরিং, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া তারা রফতানি বহুমুখীকরণের জন্য মেনমেইড ফাইবার পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক থেকে গার্মেন্ট শ্রমিকদের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড দেওয়ার জন্য সুপারিশ করে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম। বৈঠকের কার্যবিবরণী সূত্রে

জানা গেছে, কমিটির এর আগের বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান- গার্মেন্টস মালিকেরা কর্মীদের সুষ্ঠু তালিকা দিলে রেশন আকারে অন্তত ন্যায্যমূল্যে স্বল্প আয়ের মানুষ যাতে টিসিবির পণ্য কিনতে পারেন, সে জন্য টিসিবির কার্ডের বিশেষ ব্যবস্থা করা হবে। ওই বৈঠকে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন করা হয়েছে এবং টিসিবির সুবিধাভোগী এক কোটি পরিবারের তালিকা হালনাগাদ করার জন্য সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যাচাই-বাছাই শেষে তালিকা হালনাগাদ করতে হবে। তিনি বলেন, টিসিবির একই দক্ষ ডিলারদের পুনঃনিয়োগ ও স্থায়ী ডিলার নিয়োগের চিন্তাভাবনা আছে। এছাড়া সমবায়ের অধীনে

যে গোডাউনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তা পুনরায় চালু করার এবং টিসিবির বেহাত হয়ে যাওয়া ন্যায্যমূল্যের যে দোকানগুলো ছিল সেগুলো কোথায় কী অবস্থায় আছে, তা নিজেদের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। টিসিবির অধীনে যে সম্পদগুলো আছে, সংস্কার করে তার কার্যক্রম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে সংসদীয় কমিটিতে জানান তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোববার যেসব জায়গায় হচ্ছে ঈদ উদ্‌যাপন দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, ৫ জেলায় সতর্কসংকেত জাপানে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু ঈদুল আজহার দিনের সুন্নত আমল গাজার ৫০ হাজার শিশুর অপুষ্টির চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘ পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করে যা বললেন জেলেনস্কি ৫৪ দিন পর খবর এলো নায়িকা সুনেত্রা আর নেই চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটিতে ৬ নতুন মুখ সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার: জিএম কাদের চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে: হেফাজতে ইসলাম দেশবাসীকে জাতীয় পার্টির ঈদুল আজহার শুভেচ্ছা আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন সেন্টমার্টিন ইস্যু নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব রাজনীতিবিদরা কে কোথায় ঈদ করবেন মালয়েশিয়ায় মানবপাচার, ১২ বাংলাদেশিসহ আটক ৩৩ মালয়েশিয়ায় বাংলাদেশি নারীকে অপহরণ, গ্রেফতার ২ মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ আটক ৪৩ অভিবাসী বাংলাদেশিসহ ৭৫ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ‘যুক্তরাষ্ট্রই এখন পাশে থাকার আগ্রহ দেখাচ্ছে’ ২০ বছরে পুলিশ হেফাজতে কতজনের মৃত্যু, জানতে চান হাইকোর্ট