‘গার্ড অব অনার’ এ নারী ইউএনও, প্রতিবাদের ব্যাখ্যা দিলেন কাদের সিদ্দিকী

‘গার্ড অব অনার’ এ নারী ইউএনও, প্রতিবাদের ব্যাখ্যা দিলেন কাদের সিদ্দিকী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৪:৪৮
বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের উপস্থিতির বিরোধিতায় আবার সরব হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম। গত শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে নারী ইউএনওকে নিয়ে কথা বলেন। তিনি বলেন, একজন মুসলমান পুরুষের জানাজার সময় কোনোভাবেই একজন মহিলার যাওয়ার শরিয়তসম্মত কোনো অধিকার নেই। গত ২৯ এপ্রিল টাঙ্গাইলের সখীপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খানের জানাজার সময় রাষ্ট্রীয় সম্মান জানাতে আসা নারী ইউএনওকে বাধা দেন কাদের সিদ্দিকী। পরে জানাজা শেষে কাদের সিদ্দিকী চলে যাওয়ার পর সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম গিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন। ওই সময় ইউএনওকে বাধা দেওয়ার ব্যাখ্যায় কাদের সিদ্দিকী বলেছিলেন, একজন মহিলা দিয়ে এভাবে হাজার হাজার মুসল্লির সামনে একজন মৃত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান জানানোটা বেমানান দেখায়, যা ইসলামি শরিয়ত পরিপন্থী। অন্যদিকে ইউএনও ফারজানা আলম সেই সময় বলেছিলেন— আমি তো জানাজায় যাইনি। আমি গেছি একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে। কোথাও লেখা নেই কোনো নারী সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধার জানাজার গার্ড অব অনারে থাকতে পারবেন না। গত শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আবদুল হামিদ খানের স্মরণসভায় আবারও একই প্রসঙ্গ তোলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ইউএনও বলেন— আইনে কোনো বাধা নেই। এই আইন যখন লেখা হয়, তখন আমিও ছিলাম, সেই আইন তৈরির সময়। মুক্তিযোদ্ধাদের কীভাবে সালাম দেওয়া হবে, তার ফাইল তৈরিতে আমারও যথেষ্ট ভূমিকা আছে। তিনি আরও বলেন, আমি একজন মুসলমান, আমি যতক্ষণ বেঁচে থাকব, আল্লাহ এবং রাসুলের হুকুমের বাইরে আমি এক পা ফেলব না। এতে দুনিয়ায় কী পেলাম, কী পেলাম না— এটা আমার কাছে বড় কথা নয়। এই সখীপুরের ইউএনও আমার মেয়ের চেয়ে বয়সে কম, আমি আমার মাকে যেমন সম্মান করি, ঠিক তেমনি প্রত্যেকটি মেয়েকে সম্মান করি। কাউকে ছোট করতে চাই না। কোনো মহিলার সালাম দিতে বাধা নাই, কিন্তু আইনে এটিও দেখাতে পারবেন না যে শরিয়ত মতো কোনো মহিলা পুরুষের লাশকে সালাম দেওয়ার কথা আইনে কোথাও বলা আছে। যদি আইনে বাধা না থাকলে আপনি যেতে পারেন, আইনে সম্মতি থাকলেও আপনি যেতে পারেন না, যোগ করেন তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে… বাংলাদেশের ঋণমান কমিয়ে দিল মুডিস ইভাঙ্কা কি ট্রাম্পকে এড়িয়ে চলছেন? সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের এরদোগানের পুনঃনির্বাচনে কেমন হবে তুর্কি পররাষ্ট্রনীতি? সোলেমানের কাছেই শিরোপা হারানোর শঙ্কায় আবাহনী শিশুশিক্ষায় আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দল ও জোটের ঐক্যে জোর দেবে আ.লীগ সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে একমত বাইডেন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও ৮৪ জন হাসপাতালে