
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

বিএনপি নেতা আমীর খসরু-স্বপন-প্রিন্সের জামিন মেলেনি

সাজানো প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে আ’লীগ

আচরণ বিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে এলাকায় সভা করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনএম প্রার্থীকে জরিমানা

ঝালকাঠির অপ্রতিরোধ্য অপরাজিতা ইসরাত জাহান সোনালীর সাফল্য গাঁথা

অবরোধে আরও ৫টি যানবাহনে অগ্নিসংযোগ

শামীম ওসমানের সম্পদ কমেছে, বেড়েছে ঋণের বোঝা

বাবুবাজার ব্রিজে জবি ছাত্রদলের বিক্ষোভ, গ্রেফতার ৩
গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এই যে বদলে যাওয়া দৃশ্যপট, দেশের উন্নয়নের অর্জন, রাজশাহীর অগ্রগতির অর্জন, এসব বিষয়ে প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে সমাবেশে কথা বলবেন। তিনি কথা বলবেন স্মার্ট বাংলাদেশকে ফোকাস করে।
তিনি বলেন, রাজশাহীকে নিয়ে আমরা গর্ব করি। কারণ, রাজশাহী আগে পিছিয়ে পড়া জনপদ ছিল। ১৪ বছরের উন্নয়নে এ অঞ্চল বদলে গেছে।
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগামীকালের জনসভায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী
নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার বিষয়ে জনগণের ম্যানডেট জানতে চাইবেন। নির্বাচন নিয়ে এই অঞ্চলের মানুষকে বার্তা দেবেন নেত্রী। আগামীকালের জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলেও আশা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার বিষয়ে জনগণের ম্যানডেট জানতে চাইবেন। নির্বাচন নিয়ে এই অঞ্চলের মানুষকে বার্তা দেবেন নেত্রী। আগামীকালের জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলেও আশা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।