
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

‘গোসসা’ করেছেন জেলেনস্কি, মার্কিন সিনেটে ভাষণ বাতিল

মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক কে এই তরুণী

গাজা ‘ছাড়ো নয় মরো’

জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা

স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান!

সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন

নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫
কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক

ডেনমার্ক শুক্রবার বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান জাতিতে ইসলামের পবিত্র গ্রন্থের অবমাননা মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দেওয়ার পর তারা কোরআন পোড়ানো নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।
সুইডিশ বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড সাংবাদিকদের বলেন, সরকার একটি বিল পেশ করবে, যা ‘একটি ধর্মীয় স¤প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।’ আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করবে বলেও মন্ত্রী জানান।
হামেলগার্ড বলেন, কোরআন পোড়ানো ‘মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভ‚তিহীন কাজ’, যা ‘ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে’।
নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে কাভার করে।
হামেলগার্ড বলেছিলেন যে জাতীয় নিরাপত্তা নিষেধাজ্ঞার মূল ‘অনুপ্রেরণা’ ছিল।
নিষেধাজ্ঞার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান ‘অনুপ্রেরণা’ উল্লেখ
করে বিচারমন্ত্রী বলেন, ‘আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উসকে দিতে যথাসাধ্য চেষ্টা করে।’ আইনটি বাইবেল, তাওরাত বা উদাহরণস্বরূপ, ক্রুশের অবমাননার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে। সূত্র : এএফপি
করে বিচারমন্ত্রী বলেন, ‘আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উসকে দিতে যথাসাধ্য চেষ্টা করে।’ আইনটি বাইবেল, তাওরাত বা উদাহরণস্বরূপ, ক্রুশের অবমাননার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে। সূত্র : এএফপি