কেটে যাক কালো মেঘ, মঙ্গলালোকে উদ্ভাসিত হোক নিউইয়র্কের আকাশ:কামাল হোসেন মিঠু




কেটে যাক কালো মেঘ, মঙ্গলালোকে উদ্ভাসিত হোক নিউইয়র্কের আকাশ:কামাল হোসেন মিঠু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:১২
নিউইয়র্ক॥দীর্ঘ প্রায় পনেরো বছর একটানা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে , বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারনে মাঝে দুবছর বিরতি ছাড়া নিয়মিত জাতিসংঘের অধীন রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।আমার মতোন অনেকেই এই সময়টাতে বিশেষভাবে আপ্লুত থাকেন, আনন্দে ভাসতে থাকেন। আমার শহরে একসাথে নিশ্বাস ফেলেন বঙ্গবন্ধু কন্যা, আমি যে পথে চলি, সে পথে চোখ রাখেন আমাদের প্রিয় নেত্রী, আমি যেই সুনীল আকাশে নীলিমা দেখি, সেই আকাশের নীলিমায় চোখ ভাসিয়ে দেন আমাদের প্রিয় আপা, শেখের বেটি জননেত্রী শেখ হাসিনা। দূর্ভাগ্যের বিষয়, সাম্প্রতিককালে আওয়ামী লীগের অভ্যন্তরে কালো মেঘের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে।যুক্তরাস্ট্র আওয়ামীলীগ এবং মহানগর আওয়ামীলীগের একাংশের এই ধরনের আচরনে

দলের ভেতরে এবং বাইরে অনেকেই উদ্বিগ্ন। সংবাদ সম্মেলন এবং ঢোল পিটিয়ে মিছিল করে কে কার চাইতে শক্তিমান সেটা প্রমানের অপচেষ্টায় রত আছেন। নানা সমীকরনের দোলাচলে এই শ্রেনীর লোকজনেরা ভুলতে বসেছেন আগামী তিনমাসের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন। যে নেত্রীর অনুসারী দাবী করে আপনারা নেতা হতে চাচ্ছেন, নিজেদের জাহির করতে চাচ্ছেন, আপনারা ভুলেই যাচ্ছেন আপনারা দলেবলে বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় নেত্রীর সকল অর্জনকেই ভুলন্ঠিত করছেন। এবারের নির্বাচন অন্য যেকোন নির্বাচন থেকে চ্যালেন্জিং, সেই সাথে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারন জনগন যখন উন্নয়নের পথে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে পথ চলছেন, সেখানে এই ধরনের বিভক্তি জামাত-বিএনপি এবং ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করবে। মনে রাখবেন, যতোক্ষন শেখ

হাসিনা আপনাকে দলে রাখবেন ততোক্ষনই আপনি নেতা, ততক্ষনই সালাম এবং সালামীর আনাগোনা। এই সত্যটা পরিক্ষীত। অনেক বড় বড় রথী মহারথীরা আপনাদের মতোন পথ অনুসরণ করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। তাই সময় থাকতে সাবধান!!! বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা এই মূহুর্তে দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সবচাইতে সম্মানিত এবং সমাদৃত ব্যাক্তিত্ব।তাঁর এই সম্মানকে সমুন্নত রাখা আমাদের সকলের নৈতিক এবং আদর্শিক দায়িত্ব এবং কর্তব্য। আসুন সকলে মিলে আমরা একত্রিতভাবে অন্তত একবারের জন্য হলে ও সত্যিকারের নাগরিক সংবর্ধনার আয়োজন করি। আমরা যাতে প্রমান করতে পারি, ১৫ই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর যেমন করে বাঙালী জাতি শেখের বেটিকে আগলে রেখেছে, ২১শে আগষ্টে বঙ্গবন্ধু এভিনিউতে যেমন করে মানববর্ম

রচনা করে নেত্রীর জীবন বাঁচিয়েছে,পর পর তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবার সুযোগ দিয়েছে, ঠিক তেমনিভাবে নেত্রীর পাশে ঐক্যবদ্ধভাবে আমরা এক একজন মুজিব সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করি। মনে রাখবেন ৭১ এর মুক্তিযুদ্ধের বীরসেনানীদের জাতি শ্রদ্ধা করে, রাজাকার আলবদরদের নয়, তারা ঘৃণিত। মনে রাখবেন আইভী রহমান, ল্যান্স কর্পোরাল মাহবুব, আতিক, রোজিনা এরাই বিনম্র শ্রদ্ধার দাবীদার, হাওয়া ভবনের কুশীলবরা সকলেই ঘৃনিত। মোশতাক শব্দটি সর্বাধিক ঘৃণাভরে উচ্চারিত একটি নাম। সুতরাং সাধু সাবধান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হোক।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিচারকের সই জাল করে পালাল আদালতের দুই পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩ রোগী ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লি‌নিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের তথ্যের বিষয়ে যা বলল বিজিএমইএ মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের হামলা ভাঙচুর লুট নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে খুশি করতে চাঁদের বিরুদ্ধে রায়: মিনু দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০ কয়লাখনি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের তৃতীয় কমিটির অভিষেক ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন পালটাপালটি আলটিমেটাম বাড়তি ব্যয় এক হাজার কোটি টাকার বেশি