
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায়, হস্তক্ষেপ নয়: পিটার হাস

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

‘বাংলাদেশ সরকার সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেলেন বেবী মওদুদ

ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

ঘুষের রেট নির্ধারণকারী এসিল্যান্ড সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে নাশকতার অভিযোগে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা করা হয়েছিল। আবারও তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করে। এ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার জামায়াতের সাধারণ সম্পাদক ও রসুলপুর গ্রামের আব্দুল বাতেন (৪৮), একই ইউনিয়নের মরাটারী গ্রামের বাসিন্দা ও রাজারহাট দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম (৪০), সদর উপজেলার
ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের আবুল হোসেন (৪৮), একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান। নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। মামলা নম্বর-৩৬(১২)২২। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘নাশকতার অপরাধে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’
ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের আবুল হোসেন (৪৮), একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান। নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। মামলা নম্বর-৩৬(১২)২২। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘নাশকতার অপরাধে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’