কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের হাতাহাতি, ২০০ জনের বিরুদ্ধে মামলা – U.S. Bangla News




কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের হাতাহাতি, ২০০ জনের বিরুদ্ধে মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৩ | ৬:০০
কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন বাদী হয়ে পুলিশের ওপর হামলা এবং কর্তব্য পালনে বাধা প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান। এর আগে মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির

ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই অনুষ্ঠানে পুলিশকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পুলিশের গায়েও হাত তোলেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিলে পুলিশ এসে বলে তারেক রহমান বক্তব্য দিতে পারবেন না। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা এলইডি স্ক্রিনের কানেকশন খুলে দিতে গেলে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০

জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত নেতাকর্মীদের নাম প্রকাশ করেনি পুলিশ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী